টিকেট চেক করতে গিয়ে রীতিমতো এক আলোচনার জন্ম দিলেন এক টিকেট কালেক্টর (টিটিই)। কলকাতার এক সংবাদ মাধ্যমের আলোকে জানা গেছে, মাতাল অবস্থায় এক নারী যাত্রী যাত্রী টিকেট চেক করতে তার মাথায় প্রস্রাব করে দেন ওই টিকেট কালেক্টর। আর এরপরই শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা।
রোববার (১২ মার্চ) ভারতের একটি ট্রেনে এ ঘটনা ঘটে। ওই নারী যাত্রী পাঞ্জাবের অমৃতসর থেকে কলকাতা যাচ্ছিলেন।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, অকাল তখত এক্সপ্রেস ট্রেনে ঘটনার সময় টিকিট সংগ্রহকারী মদ্যপ ছিলেন।
ভারতের সরকারি রেলওয়ে অফিস জানিয়েছে, ওই নারী তার স্বামী রাজেস কুমারের সঙ্গে ট্রেনে ভ্রমণ করছিলেন। দুজনেই অমৃতসরের বাসিন্দা।
এ ঘটনার পর যাত্রীরা হট্টগোল শুরু করেন। পরে জানা যায়, মাতাল অবস্থায় এক টিটিই নিজের শরীরের কাপড় খুলে এক মহিলা যাত্রীর মাথায় প্রস্রাব করেন।
এদিকে জানা গেছে, এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম মুন্না কুমার। তিনি বিহারের বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে এখন কোনো আইনি ব্যবস্থা নেয়া হয়েছে কিনা, তা এখনো জানা যায়নি।