চলমান বছরে যারা হজ পালন করতে ইচ্ছুক তাদের গুনতে হচ্ছে গত বছরের তুলনায় অনেক বেশি টাকা। হজ পালনেচ্ছুকদের এই ধরনের অধিক খরচের হজ প্যাকেজ নির্ধারন নিয়ে আদালতে রিট দায়ের করে সরকারের কাছে আইনি নোটিশ পাঠানো হয়। এবার হজ প্যাকেজের দাম বাড়ানোর কারন জানালো ধর্ম মন্ত্রনালয়।
ডলারের দাম বৃদ্ধি, বিমান ভাড়া বৃদ্ধি, বাড়ি ভাড়া ও মোয়াল্লেম ফি বৃদ্ধির কারণে হজ প্যাকেজের দাম বাড়ানো হয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বুধবার (১৫ মার্চ) দুপুরে বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার হাইকোর্ট বলেছে, হজযাত্রীদের জন্য সরকার যে হজ প্যাকেজের সিদ্ধান্ত নিয়েছে তা অমানবিক ও অযৌক্তিক। আদালত বলেন, বিশ্বের অন্যান্য দেশে সরকার হজের জন্য আলাদা বাজেট রাখলেও বাংলাদেশে তা নেই।
গত ৬ মার্চ হজ প্যাকেজের মূল্য সংশোধন করে ৪ লাখ টাকা নির্ধারণের জন্য সরকারের কাছে আইনি নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ও আল-কুরআন স্টাডি সেন্টারের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আশরাফ উজ জামান ধর্ম মন্ত্রণালয়ে নোটিশটি পাঠিয়েছেন।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া রোগের প্রাদূর্ভাবের সময় সৌদি সরকার হজ পালনে নানা ধরনের বিধি-নিষেধ রেখে ঐ বছরগুলোতে সীমিত করে দেয় হজযাত্রীদের সংখ্যা। এবার হজ পালনে সেই বিধিনিষেধ ব্যাপকভাবে শিথিল করা হয়েছে। বিশ্বের অনেক দেশ থেকে এবার বিপুল সংখ্যক মুসল্লীরা হজ পালন করবেন।