Wednesday , March 22 2023
Breaking News
Home / Countrywide / পারিবারিক সমস্যা দেখিয়ে ছুটি নিয়ে আওয়ামীলীগের এমপির সাথে কক্সবাজারে ওসির আনন্দ ভ্রমণ

পারিবারিক সমস্যা দেখিয়ে ছুটি নিয়ে আওয়ামীলীগের এমপির সাথে কক্সবাজারে ওসির আনন্দ ভ্রমণ

বাংলাদেশের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত থাকে তারা হলো বাংলাদেশ পুলিশ। আর এই বাংলাদেশ পুলিশ যেমন তাদের নানা ধরনের কাজের জন্য প্রশংসা পেয়ে থাকে আবার তেমনি নানা ধরনের বিতর্কিত কর্মকান্ডের জন্য হয়ে থাকে সমালোচিত। সম্প্রতি আবারো পুলিশকে সমালোচিত করেছে টাঙ্গাইলের ভূঞাপুর থানার ওসি মোঃ ফরিদুল ইসলাম। জানা গেছে টাঙ্গাইলের ভূঞাপুর থানার ওসি মোঃ ফরিদুল ইসলাম স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের সাথে আনন্দ ভ্রমণে পরিবার নিয়ে কক্সবাজার গেছেন।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমপির সঙ্গে ওসির আনন্দ সফর নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। তার ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই সফরে যাওয়ার জন্য তিনি পারিবারিক কারণ দেখিয়ে পুলিশ সুপারের কাছ থেকে দুই দিনের ছুটি নেন।

জানা যায়, ১১ মার্চ রাতে ওসি মোঃ ফরিদুল ইসলাম থানা ত্যাগ করেন। গত ১২ মার্চ টাঙ্গাইল-২ (ভূয়াপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরকে নিয়ে ঢাকা থেকে বিমানে সপরিবারে কক্সবাজার যান। এ সময় এমপি ও ওসি ছাড়াও উড়োজাহাজের সামনে তোলা ছবিতে আরও দুজনকে দেখা যায়। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। সামনে জাতীয় নির্বাচন থাকায় বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন আওয়ামী লীগের একাংশ। তারা ওসির সমালোচনাও করছেন। এ আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী অনেকেই ওসির আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন।

জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম তালুকদার বাবলু বলেন, ওসি আনন্দ স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আনন্দ সফরে গিয়েছিলেন। জাতীয় নির্বাচন সামনে রেখে এটা তার জন্য ঠিক নয়। সরকারি কর্মকর্তা হয়ে জনপ্রতিনিধির সঙ্গে যাওয়া ঠিক নয়। সরকারি নির্দেশের চেয়ে এমপির নির্দেশ পালনে তিনি বেশি পরিশ্রমী। এমপির নির্দেশে উপজেলার অনেক আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করেন ওসি।

উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমিন বলেন, সংসদ নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে এমপির সঙ্গে কক্সবাজার যাওয়া ওসির পক্ষে ঠিক নয়। সেই সফরের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় এমপির পক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন ওসি।

ভূঞাপুর থানার ওসি মোঃ ফরিদুল ইসলাম বলেন, আমি ছুটিতে বাইরে আছি, এখনো আসিনি। সাংসদের সঙ্গে কক্সবাজার সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘এমপির সঙ্গে ছবি দেখা যায়, কিন্তু কথা হলো আমাদের ব্যক্তিগত জীবন নেই, আমরা যেমন আছি তেমনই আসছি।’

প্রসঙ্গত, এ দিকে ওসি মোঃ ফরিদুল ইসলামের এই ঘটনায় ইতিমধ্যে বেশ সমালোচনার সৃষ্টি হয়েছে সবখানে। এ নিয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, “পারিবারিক সমস্যার কারণে ওসি দুদিনের ছুটি নিয়েছেন। তিনি কক্সবাজার গেছেন কি না জানি না। এ ছাড়া সংসদ সদস্যদের সঙ্গে বেড়াতে যাওয়া নিষিদ্ধ নয়। তবে বিষয়টি দৃষ্টিকটু।’

About Rasel Khalifa

Check Also

এবার সরকার থেকে ঠিক করে দেয়া হলো কিভাবে সারা দেশে পড়তে হবে তারাবি নামাজ

আবারো বছর ঘুরে আসলো পবিত্র রমজান মাস।আর এই রমজান মাস মানেই আত্মশুদ্ধির মাস। এই রমজান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *