‘আমি যে ফুলটুসি, ডিমান্ড আমার বেশি, কাছে এলে দেখাবো আমি কতটা দেশি’ এমনি কথা দিয়ে সাজানো একটি আইটেম গান সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়াতে। আর সেই গানের সাথে নিজের আবেদনময়ী ঠোঁট মিলিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। ইতিমধ্যেই গানটিতে নিজের আবেদনময়ী লুক দিয়ে সবার মনে দাগ কেটেছেন পূজা চেরি। ৩ মিনিট ২২ সেকেন্ডের এই ভিডিওটি এখন সারা ফেলে দিয়েছে সবখানে।
এই আইটেম গানটি একটি ওটিটি প্ল্যাটফর্মের অরিজিনাল ফিল্ম ‘পরী’-তে ব্যবহৃত হেয়ছে। গানটির মূল শিরোনাম ‘এক দুই তিন’। অদ্রিজা ব্যানার্জীর গাওয়া, পূজাকে একটি গ্ল্যামারাস পার্টি লুকে ক্লায়েন্টদের বিনোদন দিতে দেখা যায়।
‘পরী’ ছবির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে গানটি দেখানো হয়েছে।অধ্যয়ন ধারার কথা, সুর ও সঙ্গীতে গানটির চিত্রায়ন করেছেন রাজু রাজ ও বিদ্রোহী দীপন।
পরীর গল্পটা এমন, থাইল্যান্ডে পাচারকারীদের খপ্পরে আটকে আছে এক বাংলাদেশি মেয়ে। তিনি দেশে ফিরতে চান। কিন্তু চাইলেই কি ফেরা যায়? ধীরে ধীরে তার জীবন অন্ধকারে ডুবে যেতে থাকে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে এলেন এক বিখ্যাত অভিনেতা। কিন্তু পর্দার এই বিখ্যাত অভিনেতা কি সত্যিই বাস্তব জীবনের নায়ক হতে পারেন?
ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। এতে পূজার বিপরীতে রয়েছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।
পরীর চিত্রনাট্য লিখেছেন রায়হান খান। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, মুসাফির সৈয়দ বাচ্চু, সিনথিয়াসহ অনেকে।
প্রসঙ্গত, দীর্ঘ দিন অভিনয়ের বাইরে ছিলেন পূজা চেরি। নানা ধরনের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তবে সব কিছুকে পেছনে ফেলে তিনি আবারো নতুন উদ্যমে কাজ শুরু করেছেন মিডিয়া জগতে। ধারণা করা হচ্ছে তার এই পরী সিনেমাটি সারা ফেলতে পারে দর্শকদের মনে।