Wednesday , March 22 2023
Breaking News
Home / Entertainment / বিনোদন ইন্ডাস্ট্রিতে শোকের কালো ছায়া, মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

বিনোদন ইন্ডাস্ট্রিতে শোকের কালো ছায়া, মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

রেশ না কাটতেই আবারো ভারতের বিনোদন জগতে নেমে এলো শোকের কালো ছায়া। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতাসহ শ্বাসকষ্ট রোগে ভুগে আজ বুধবার (১৫ মার্চ) ভোরে ভারতের বোরিভলির এমএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সতীশ কৌশিক।

দূরদর্শনের জনপ্রিয় সিরিয়াল ‘নুক্কাড়’-এ খোপড়ি-র চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পেয়েছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। জানা গেছে, তিনি শ্বাসকষ্টসহ অন্যান্য চিকিৎসাজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে তার শ্বাসকষ্ট শুরু হয়। তখন সমীরকে বোরিভলির এমএম হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভাই গণেশ খাখর এ খবর নিশ্চিত করেছেন। সালমান খানের ‘জয় হো’-তে দেখা যাওয়া সমীর একাধিক অঙ্গ-প্রত্যঙ্গের ব্যর্থতায় মারা গেছেন বলে জানা গেছে।

সমীর খাখরের মামাতো ভাই গণেশ খাখর ই-টাইমসকে এক সাক্ষাৎকারে বলেছেন, “তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। সেই সময় তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। আমরা বাড়িতে ডাক্তারকে ডেকেছিলাম। এবং তিনি দাদাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। তার হার্ট কাজ করছিল না।” এছাড়াও প্রস্রাবের সমস্যা ছিল।তাকে হাসপাতালে ভেন্টিলেটরে রাখা হয়েছিল।আজ ভোর সাড়ে ৪টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

এদিকে গুণী এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবার-স্বজনদের প্রতি সোমদেবনা জানিয়েছেন তার অগণিত ভক্ত-শুভাকাঙ্খী। তাকে হারানোর বেদনা যেন কোনো ভাবেই মেনে নিতে পারছে না কেউই।

About Rasel Khalifa

Check Also

জানা গেল, আরাভের জয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে কত সম্মানী পেয়েছিলেন হিরো আলম

হিরো আলম বাংলাদেশের বিনোদন জগতে ভিন্ন একটি নাম। তিনি বিনোদন জগত পেরিয়ে রাজনীতিটে নাম লিখিয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *