Thursday , March 30 2023
Breaking News
Home / Entertainment / তৃতীয় সংসারও টিকলো না বাংলা জনপ্রিয় অভিনেত্রীর, এবার পেলেন বড় দুঃসংবাদ

তৃতীয় সংসারও টিকলো না বাংলা জনপ্রিয় অভিনেত্রীর, এবার পেলেন বড় দুঃসংবাদ

ভারতীয় বাংলা সিনেমার অত্যন্ত আলোচিত অভিনেত্রীর শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় সংবাদ মাধ্যমে দেখা যায় তাকে। প্রথম দুই সংসার ভাঙার পর অনেক স্বপ্ন নিয়ে রোশন সিংয়ের সঙ্গে ঘর বেঁধেছিলেন তিনি। কিন্তু বছর খানেক না যেতেই ভেঙে যায় সে বিয়েও। বর্তমানে অনেকটা একই সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।

এদিক শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংয়ের মামলায় নতুন মোড়। আদালত ভারতীয় দণ্ডবিধির ১২৫ ধারার অধীনে রোশনের বিরুদ্ধে মামলা স্থগিত করেছ। এদিন অর্থাৎ মঙ্গলবার এমনটাই জানিয়েছেন আদালত। তবে, আদালত বলেছে যে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য ভারতীয় দণ্ডবিধির ৩৪০ ধারার অধীনে অভিনেত্রীর বিরুদ্ধে রোশনের দায়ের করা ‘পারজারি’ মামলা অব্যাহত থাকবে।

রওশনের আইনজীবী বলেন, আদালত বলেছেন পারজারি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খোরপোশের মামলায় স্থগিতাদেশ দিয়েছেন আদালত। এ ব্যাপারে যোগাযোগ করা হয় রোশনের সিংয়ের সঙ্গে। আদালতের রায়ে তিনি খুশি। তবে শ্রাবন্তী চ্যাটার্জির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

শ্রাবন্তী সবসময় অনুশীলন করে। তার ব্যক্তিগত জীবন নিয়ে চলছে তুমুল আলোচনা। কয়েক মাস আগে, শ্রাবন্তী এবং তার রিউমারড প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর একটি পোস্ট নিয়ে বেশ হৈচৈ হয়েছিল। অনেকে মনে করেন, প্রেমের সম্পর্ক বুঝতেই সিলমোহর দিয়েছিলেন দুজন।

ইনস্টাগ্রামে অভিরূপ লেখেন, “আমার পছন্দের মেয়েকে পাগল হতে হবে। এমন একজনকে হতে হবে যার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলা যায়, আমার জন্য এতটা পাগল আর কেউ হতে পারবে না। যত বেশি পাগলামি আমার জন্য ততই ভাল। আমি এক পাগলিকে ভালবেসেছি।” এত অবধি ঠিকই ছিল। তবে কমেন্ট বক্সেই লুকিয়েছিল আসল উত্তর। ভেরিফায়েড প্রোফাইল থেকে ওই পোস্টে উত্তর দেন খোদ শ্রাবন্তী। আঁকেন ইমোজি। যে ইমোজির চোখে ঢাকা হাত দিয়ে– যেন মুখ তার লজ্জায় রাঙা। অভিরূপের প্রেমের কাহিনীতে ‘পাগলি’ আদপে শ্রাবন্তীই? সম্ভাবনা এড়ান যায় কি?গুঞ্জন বলে কলকাতার একই বহুতলের আবাসিক তাঁরা। শোনা যায় রোশন সিংয়ের সঙ্গে সম্পর্কের অবনতির পর শ্রাবন্তী নাকি সম্পর্কে জড়িয়েছেন তাঁর সঙ্গেই। যদিও শ্রাবন্তীর মতে তাঁরা ভাল বন্ধু। কিছুদিন আগেই ছেলেকে নিয়ে সমস্যায় জড়িয়ে ছিলেন শ্রাবন্তী। তাঁরই আবাসনের এক আবাসিকের সঙ্গে বচসায় জড়িয়ে যান ছেলে অভিমন্যু। জল গড়ায় থানা পর্যন্ত। যদিও কোনও এফআইআর দায়ের না হয়নি। দুই পক্ষই কথা বলে নিজেদের মধ্যে তা মিটিয়ে নেন।

উল্লেখ্য, দুই সংসার ভাঙনের পর ২০১৯ সালে রোশন সিংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন শ্রাবন্ত্রী। কিন্তু বিয়ের কয়েক মাস পর থেকেই আলাদা থাকতে শুরু করেন তারা। এরপরই প্রকাশ্যে বেরিয়ে আসে তাদের বিচ্ছেদের খবর।

About Rasel Khalifa

Check Also

মৌসুমীকে নিয়ে শাইখ আহমদুল্লাহর যোগাযোগ মাধ্যমের স্টাটাস নিয়ে তোলপাড়

জীবনের একটা মূহুর্তে এসে মানুষ তার পূর্বের করা পাপের কথা স্মরন করে। চেষ্টা করে তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *