টালিউডের সিনেমার জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি, যেখানে ৩৭টি বছর কাটিয়ে দিয়েছেন। ‘তেরো পার্বণ’ নামক একটি জনপ্রিয়তা পাওয়া সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন ইন্দ্রাণী হালদার। তিনি শুধু টালিউডে নন দীর্ঘদিন মুম্বাইতেও সিনেমার কাজ করেছেন। প্রসেঞ্জিত চ্যাটার্জির নায়িকা হিসেবে তিনি অনেক বেশি সংখ্যক সিনেমায় অভিনয় করেছেন। অভিনেত্রী হিসেবে তিনি সফল। এত সাফল্যের পরেও ইন্দ্রানীর একটাই আক্ষেপ। ক্যামেরার সামনে নিজের মনের কোণের বিষণ্ণতার কথা বললেন অভিনেত্রী।
শাশ্বত চট্টোপাধ্যায় আয়োজিত একটি রিয়েলিটি শোতে তিনি সেই দুঃখের কথা বলেছিলেন। এমন হাসিখুশি অভিনেত্রীর জীবনে আক্ষেপ আছে শুনে কিছুটা অবাক হলেন শাশ্বত। জিজ্ঞাসা, কিসের আফসোস? এই সুদর্শিনী অভিনেত্রী বলেন, আমার একটাই আফসোস যে আমি আমার স্বামীকে বাবা হওয়ার সুখ দিতে পারলাম না।
ইন্দ্রানীর কথায়, আমি সারাজীবনে এত এত কাজের পিছনে ছুটলাম যে, মা-ই হতে পারলাম না। কোন সন্তানের জন্ম দেওয়া হলো না। এটাই আমার এবং আমার স্বামীর (ভাস্কর রায়) আক্ষেপ। ভাস্কর সব সময় বলে সারাজীবন অন্যের কথা ভাবলে। একটা সময় অবশ্য আমরা চেষ্টা করেছিলাম বাচ্চার জন্য। কিন্তু তখন দু’জনের বয়সই বেড়ে গিয়েছে। আমার বয়স চল্লিশের উপরে চলে যায়। তারপরে আমরা চেষ্টা বন্ধ করি। কিন্তু আমি দত্তক নিতে চেয়েছিলাম। কিন্তু ভাস্কর চাননি। তাই মা হওয়া আমার হল না। আমি অক্ষম। এই ক্ষোভটাই রয়ে যাবে সারা জীবন।
ইন্দ্রাণী বর্তমানে সিরিয়াল ও সিনেমায় কাজ করছেন। ‘শ্রীময়ী’ শেষ হয়েছে দুই বছর আগে। সিরিয়ালের অভিনেত্রীর চরিত্রটি ব্যাপক প্রশংসা পেয়েছে। তার স্মৃতি আজও শ্রোতাদের মনে প্রাণবন্ত। এরপর গত বছর মুক্তি পায় ‘কুলের আচার’। ছবিতে ইন্দ্রাণীর পাশাপাশি মধুমিতা সরকার অভিনয় করেন, যেখানে ইন্দ্রানী শাশুড়ির চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেছেন দর্শকদের। এই অভিনেত্রীর জি বাংলায় দেখানো হবে এমন একটি রিয়েলিটি শো এর হোস্ট করার কথা ছিল, কিন্তু জানা গেছে যে, স্বাস্থ্য সমস্যার কারণে সেই হোস্ট হওয়ার পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছিল। তবে, অদূর ভবিষ্যতে মধুমিতার সঙ্গে আরও একটি সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।