Thursday , March 30 2023
Breaking News
Home / International / নারী দেখলে জাপটে ধরে চুমু, সিরিয়াল কিসারদের দৌরাত্ব বৃদ্ধি নিয়ে উদ্বেগ

নারী দেখলে জাপটে ধরে চুমু, সিরিয়াল কিসারদের দৌরাত্ব বৃদ্ধি নিয়ে উদ্বেগ

সামাজিক অবক্ষয়ের চিত্র মাঝে মাঝে আশে পাশে বিভিন্ন স্থানে পরিলক্ষিত হতে দেখা যায়। যেটা আস্তে আস্তে মাত্রাতিরিক্ত অবস্থায় পৌঁছে যাচ্ছে। অনেক সময় প্রেমিক প্রেমিকাকে চুম্বন করতে দেখা যায় রাস্তার পাশে আড়ালে কিংবা প্রকাশ্যে। কিন্তু অপরিচিত নারীদের হঠাৎ করে অজানা অচেনা বখাটেরা হঠাৎ দৌড়ে এসে করে তখন সেটা অস্বাভাবিক লাগাটাই স্বাভাবিক। এসব ঘটনা ঘটছে ভারতের একটি রাজ্যে। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে এই সিরিয়াল কিসারদের দৌরাত্ম্য বেড়েছে।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, এক মধ্যবয়সী মহিলা রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। হঠাৎ এক যুবক ছুটে এসে মহিলাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ ধরে ওই মহিলা যুবককে ছাড়ানোর চেষ্টা করলেও অশান্ত যুবক কিছুতেই ছাড়তে নারাজ! শেষে খেয়ে পালিয়ে যায় যুবক! ঘটনার শিকার মেয়েটি বুঝতেই পারলো না কি হলো!

যে মহিলার সাথে ঘটনাটি ঘটেছে তিনি জামুইয়ের সদর হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী। অভিযুক্ত যুবক ওই মহিলাকে টার্গেট করে হাসপাতালের পাঁচিল টপকে এমন ঘটনা ঘটায়।

ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। হাসপাতাল চত্বরে নিরাপত্তা বাড়ানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদনও জানান তিনি।

মহিলাটি বলেন, “ঘটনার পর আমি হতবাক। আমি কিছু বোঝার আগেই সবটা হয়ে গিয়েছিল। আমি আমার সহকর্মীদের ফোন করার চেষ্টা করি, কিন্তু ততক্ষণে ছেলেটি পালিয়ে যায়। আমি ওকে চিনতামও না, কেন আমার সঙ্গে এমনটা হল, বুঝতে পারছি না।’’

রাজ্যটির অনেকে বিষয়টি নিয়ে সমালোচনা করে বলেন, এটা সামাজিক অবক্ষয়ের একটি উদাহরন। যেটা বন্ধ করতে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া উচিৎ। এই ঘটনার পর ঐ এলাকার মেয়েরা রাস্তায় সাধারনভাবে বের হতে ভয় পাচ্ছে।

About bisso Jit

Check Also

সংশোধন হচ্ছে সড়ক পরিবহন আইন, মোটরসাইকেলসহ সব গাড়ির বীমা লাগবে

আবারো পরিবর্তন হচ্ছে সড়ক পরিবহন আইন এবং সেখানে সংযুক্ত হচ্ছে জরুরি একটি বিষয়। আবারও বাস, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *