দীর্ঘদিন চুটিয়ে প্রেমের পর অবশেষে ভালোবাসার মানুষের সঙ্গেই সাত পাক ঘুরলেন ভারতীয় অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী কৃষ্ণা মুখার্জি। ভারতীয় এক সংবাদ মাধ্যম জানিয়েছে, চলতি মাসের গত ১৩ মার্চ হিন্দু রীতিতে প্রেমিক চিরাগ বাটলিওয়ালার সঙ্গে বিবাহ বন্ধনে আবধ্য হন এই অভিনেত্রী। চিরাগ পেশায় একজন ডেক অফিসার।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্র জানিয়েছে, বাঙালি রীতি অনুযায়ী কৃষ্ণা-চিরাগ বিয়ের পিঁড়িতে বসেছিলেন। লাল-সাদা পোশাক এবং মাথায় মুকুট পরে পিঁড়িতে বসেছিলেন কৃষ্ণা। আর বর চিরাগ লাল-সাদা ধুতি পাঞ্জাবি এবং মাথায় টোপর পরে সেজেছিলেন।
বিয়ের পর অনুষ্ঠানে তোলা কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী কৃষ্ণা। সে সময় ছবির ক্যাপশনে তিনি লেখেন, একজন বাঙালি মেয়ে আজীবনের জন্য একজন পার্সি ছেলেকে বিয়ে করেছে।
অভিনেত্রী তার বিয়ের ছবি পোস্ট করার পর অনুরাগীদের নজরে পড়ে। শুভেচ্ছার ঝড় বয়ে গেল মন্তব্য অপশনে।
দুই পরিবারের সদস্যরা ছাড়াও তারকাদের উপস্থিতিতে বিয়েতে আয়োজনে যেন কমতি ছিল না কোনো কিছুরই।এদিকে গুণী এই অভিনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন তার অগণিত ভক্ত-শুভাকাঙ্খী।