বর্তমান সময়ে বিনোদন জগৎ ছাড়াও দেশের একজন আলোচিত ব্যক্তি হয়ে উঠেছেন হিরো আলম। তিনি বিনোদন জগৎ পেরিয়ে নিজের নাম লিখিয়েছেন রাজনৈতিক অঙ্গনে। সাম্প্রতিক সময়ে তিনি দেশের গন্ডি পেরিয়ে অথিতি হিসেবে আমন্ত্রন পাচ্ছেন বিদেশে। তিনি আমন্ত্রনে দুবাইয়ে গিয়েছেন।
এবার সারাদেশে অতিথি হয়ে দুবাই গেলেন অনলাইন কনটেন্ট নির্মাতা হিরো আলম। ইতিমধ্যেই দুবাই পৌঁছেছেন একটি জুয়েলারি দোকানের উদ্বোধন করতে। দুবাইয়ের হিন প্লাজায় এই সোনার দোকানের উদ্বোধনে অতিথি হিসেবে গিয়েছিলেন তিনি। দুবাই যাওয়ার আগে সোমবার (১৩ মার্চ) রাতে সাংবাদিকদের মুখোমুখি হন হিরো আলম।
দুবাই যাওয়ার আগে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, এত দ্রুত দেশের বাইরের মানুষের ভালোবাসা পাব ভাবতে পারিনি। যেহেতু এই প্রথম দুবাই যাচ্ছি। যেখানে আমাকে ভালোবাসার উপহার হিসেবে দেওয়া টাকা আমি গরীব মানুষের মাঝে বিলিয়ে দেব। সামনে রমজান আছে, গরীব মানুষদের মধ্যে লাচ্ছা-সেমাই, জামাকাপড় কিনতে বিলিয়ে দিব।’
এদিকে দুবাইয়ে সোনার এই দোকান উদ্বোধন করতে বাংলাদেশ থেকে যাচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসানের মতো তারকারা বলে জানা গেছে। এছাড়া চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস, গায়ক নোবেল, রুবেল খন্দকার, বেলাল খান, জাহেদ পারভেজ পাভেল এক ভিডিও বার্তায় জানান, এই স্বর্ণের দোকানের উদ্বোধন উপলক্ষে তারাও দুবাই যাচ্ছেন।
এদিকে হিরো আলম তার নিজের নামে একটি ফাউন্ডেশন গড়ে তুলেছেন যেখান থেকে তিনি গরীব ও অসহায় মানুষদের সাহায্য করে থাকেন। এদিকে জানা গেছে, হিরো আলম আগামি জাতীয় সংসদ নির্বাচনে ফের অংশ নিবেন।