Wednesday , March 22 2023
Breaking News
Home / Countrywide / বিষয়টি মেনে নিতে না পেরে, শেষমেষ বাবাকে ভিডিও কলে রেখে আত্মহনন মেয়ের

বিষয়টি মেনে নিতে না পেরে, শেষমেষ বাবাকে ভিডিও কলে রেখে আত্মহনন মেয়ের

অভিমান সহ্য করতে না পেরে শেষমেষ বাবাকে ভিডিও করে রেখে আত্ম’হ’নন করেন নাদিরা সুলতানা রুমি (২৪) নামের এক নারী। গতকাল বুধবার (১৫ মার্চ) আলোচিত এ ঘটনাটি ঘটে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার উত্তর নাপিতখালি এলাকায়। পরবর্তীতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নাদিরা সুলতানা রুমি প্রবাসী আবুল কালামের কন্যা।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার ঠিক আগে রুমি তার বাবার সঙ্গে ভিডিও কলে কথা বলে সমস্যার কথা জানায়। এক পর্যায়ে, তার বাবা বিরক্ত হয় এবং সংযোগ বিচ্ছিন্ন করে। তিনি আবার ফোন করলে বাবা আবুল কালাম উত্তর দিয়ে মোবাইল পাশে রেখে দেন। অভিমান সইতে না পেরে নিজ ঘরে ফ্যা’নের সঙ্গে’ ওড়’না’ পেঁ’চি’য়ে আ’ত্ম’হনন করেন।

পরে বাড়ির লোকজন দরজা ভেঙে ‘লা’শ’ দেখতে পান। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে।

এদিকে এ বিষয়ে ওসি মো. গোলাম কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকা’য় ‘লা’শের ময়’নাত’দন্ত করা হয়নি। মৃ’ত’দেহ পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

About Rasel Khalifa

Check Also

বাধ্যতামূলক করা হচ্ছে ভূমি বণ্টননামা, যে সুফল পাবে মানুষ

জমি বিরোধের ঘটনা নতুন কোনো বিসয় নয় আমাদের দেশে। দেশে ভূমি সংক্রান্ত আইনের অভাব নেই, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *