বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত একজন অভিনেত্রীর নাম হলো পরীমনি। তিনি একটা সময়ে বাংলাদেশে সিনেমার মাধ্যমে নাম করেছিলেন ব্যাপক। বর্তমানে সিনেমার কাজ থেকে অনেক দূরে থাকলেও আলোচনার কমতি নেই তাকে নিয়ে। বিশেষ করে নিজের ছেলে এবং সন্তান নিয়ে এখন সব থেকে বেশি ব্যস্ত সময় পার করছেন তিনি।
সম্প্রতি ছেলেকে সাথে নিয়ে তার একটি ভিডিও প্রকাশ হয়েছে। আর সেই ভিডিওটি এখন সারা ফেলে দিয়েছে সবখানে। ভিডিওটিতে দেখা যায় ছেলেকে জড়িয়ে ধরে গান শোনাচ্ছেন পরীমনি।
বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি গান,”যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে ওমর হয়ে রয়”, এই গানের কয়েকটি লাইন তাকে বেশ সুরেলা কণ্ঠে গাইতে শোনা গেছে। সে সময়ে তার ছেলে রাজ্যকে তার মায়ের গান শুনে বেশ হাস্তে দেখা গেছে।
মাত্র ৪২ সেকেন্ডের এই ভিডিওটি দাগ কেটেছে সবার মনে।অনেকেই ভিডিওটি শেয়ার করে লিখেছেন তাদের মনের কথা।
আর এই ভিডিওটি শেয়ার করেছেন পরিমনির সময় শরিফুল রাজ্। ভিডিওটি শেয়ার করে পরীমনিকে ট্যাগ দিয়ে শরিফুল রাজ্ লিখেছেন,” পরি ‘মা’, এবং গভীর রাতের ভালোবাসা”।
প্রসঙ্গত, একটা সময়ে নিজের নানা ধরনের সব বিতর্কটি কর্মকান্ডের কারণে বার বার সমালোচিত হয়েছেন পরীমনি। তাকে থাকতে হয়েছে জেলেও। এরপর সব কিছুকে পেছনে ফেলে তিনি ঘোষণা দেন আবারো নতুন করে তিনি বিয়ে করেছেন আর এবার তিনি বিয়ে করেছেন অভিনেতা শরিফুল রাজকে। আর সেই ঘরেই তাদের রয়েছে একটি ছেলে সন্তান। সন্তান পৃথিবীতে আসার পর থেকেই সিনেমা থেকে এক প্রকার নিজেকে গুটিয়ে নিয়েছেন পরীমনি। কবে আবার ফিরছেন সিনেমায় তা জানা নেই কারোর।