Tuesday , March 21 2023
Breaking News
Home / Countrywide / এবার বড় এক দুঃসংবাদ পেল দুদকের সেই শরীফ

এবার বড় এক দুঃসংবাদ পেল দুদকের সেই শরীফ

অনিয়মের অভিযোগে চাকরিচ্যুত হওয়ার পর রীতিমতো বেশ আলোচনায় আসেন দুদকের সাবেক কর্মকর্তা শরীফ উদ্দিন। তবে তার বিরুদ্ধে উঠা অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন তিনি। আর এরপরই তাকে নিয়ে লেখা হয় নানা সংবাদও। ভেবেছিলেন নিজের বিরুদ্ধে উঠা এ অভিযোগ দূর করে আবারো চাকরিতে যোগ দিবেন তিনি। কিন্তু আপাতত তা আর হচ্ছে না।

জানা গেছে, কারণ দর্শানো ছাড়া কর্মচারীদের অপসারণ সংক্রান্ত ৫৪ (২) বিধি বাতিলের বিরুদ্ধে দুদকের করা আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এ রায় দেন। ফলে বরখাস্ত হওয়া দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন চাকরিতে ফিরতে পারবেন না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

শরীফের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোঃ সালাহউদ্দিন দোলন, আইনজীবী মিয়া মোহাম্মদ ইশতিয়াক।

২০০৮ সালের দুদক (কর্মচারী) চাকরি বিধিমালার ৫৪ (২) বিধিতে বলা আছে, উপযুক্ত কর্তৃপক্ষ নব্বই দিনের নোটিশ বা নব্বই দিনের বেতন নগদ প্রদানের মাধ্যমে কোন কারণ দর্শানো ছাড়াই একজন কর্মচারীকে চাকরি থেকে অপসারণ করতে পারে।

দুদক (কর্মচারী) চাকরি বিধিমালার ৫৪ (২) বিধি মোতাবেক আহসান আলী নামে দুদকের এক কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। পরে তিনি ওই রুল চ্যালেঞ্জ করে রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০১১ সালে হাইকোর্ট ওই রুল বাতিল ঘোষণা করেন। পরে এর বিরুদ্ধে আপিল বিভাগে যান দুদক।

এদিকে দুদক থেকে চাকরিচ্যুত হয়ে দীর্ঘদিন ধরেই নানা সমস্যার মধ্যদিয়ে যেতে হচ্ছে শরীফকে। বর্তমান এই বাজারে পরিবার নিয়ে অনেকটা বিপাকেই পড়তে হচ্ছে তাকে।

About Rasel Khalifa

Check Also

প্রকাশ্যে সুন্দরী নারী দেখলে যা করতেন সেই আরাভ খান, বিয়ে করেছেন অন্তত ২০ জনকে

দুবাইয়ে অবস্থানরত পুলিশ কর্মকর্তানা মামুন ”’হ””ত্যা”’ মা’ম’লা’র আসামি আরাভ খানের বিরুদ্ধে রীতিমতো তদন্ত চালিয়ে যাচ্ছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *