চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনা পারভেজকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়। সেই মূহুর্তের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আকার ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায়। পারভেজের কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ।
চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ঘটনায় কোম্পানির পরিচালক পারভেজ উদ্দিন শান্তুকে কোমরে দড়ি বেধে গ্রেপ্তারের কারণ দর্শাতে শিল্প পুলিশের এক সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে কর্তৃপক্ষ।
অরুণ কান্তি বিশ্বাস নামে ওই উপ-পরিদর্শককে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সুপার মো. সোলায়মান বলেন, “কোমর দড়ি বেঁধে নিয়ে যাওয়ার ঘটনার তদন্ত করা হচ্ছে। তাকে (অরুণ) বন্ধ করে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
সীমা অক্সিজেন প্লান্ট বিস্ফোরণ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে কারখানার ব্যবস্থাপনায় গাফিলতি চিহ্নিত করে মঙ্গলবার রাতে মালিক পারভেজকে গ্রেপ্তার করে শিল্প পুলিশ।
বিস্ফোরণে নিহত এক ব্যক্তির পরিবারের করা মামলায় পারভেজকে বুধবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত একদিনের রিমান্ডের আদেশ দেন।
কোমরে দড়ি বেঁধে আদালতে পারভেজের হাজির হওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে তিনি সমালোচনার মুখে পড়েন। এরপর শিল্প পুলিশের পক্ষ থেকে দায়িত্বরত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এমন ঘটনা অনেক লজ্জা জনক বলে জানিয়েছেন পারভেজের স্বজনরা। এমন একটি প্রতিঠানের মালিককে এমনভাবে দড়িবেঁধে টেনে নিয়ে যাওয়াটা অনেক অপমান জনক বলে মনে করছে তারা।