সেলিনা হায়াৎ আইভি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র তিনি। একবার নয় এ নিয়ে টানা তিন বার তিনি রয়েছেন সিটি মেয়রের দায়িত্বে। সম্প্রতি তার একটি কথা ব্যাপক সারা ফেলেছে সবখানে। নাসিকের পরিচ্ছন্ন কর্মীদের আন্দোলনে তাদেরকে ‘ভাত খাইতে ভাত পাস না’ মন্তব্য করেন তিনি। আর এটাকে দেশের বর্তমান দুঃখ দুর্দশাকে তুলে ধরা হয়েছে বলে মনে করছেন নারায়ণগঞ্জ সিটির বিএনপির নেতা কর্মীরা। আর এই কারণে বিএনপির পক্ষ থেকে তারা মেয়র আইভিকে জানিয়েছেন ধন্যবাদ।গতকাল বুধবার (১৫ মার্চ) দেওয়া প্রতিক্রিয়ায় তারা আইভীকে ধন্যবাদ জানান।
এর আগে মঙ্গলবার (১৪ মার্চ) পরিচ্ছন্নতা কর্মীদের উদ্দেশে ‘তোরা ভাত খাইতে পাস না, আবার দামি মোবাইল পাইলি কেমনে?’ মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হন মেয়র। এ সময় মেয়র আইভী পরিচ্ছন্নতাকর্মীসহ দায়িত্বপ্রাপ্তদের চাকরি হবে না বলেও হুমকি দেন। এ ঘটনার পর থেকে মেয়র আইভী ও আন্দোলনরত পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
মেয়র আইভীর বিরুদ্ধে গত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেন, এ সরকারের আমলে জিনিসপত্রের দাম বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে বলে এ চাল না পাওয়াটাই স্বাভাবিক। হোটেল ও রেস্তোরাঁর দাম বেড়েছে। ভরা পেটে ভাত খাওয়া পরের কথা, এদেশের সাধারণ ও মেহনতি মানুষ দিনে তিনবেলা ভাত খেয়ে চিন্তিত। তার মন্তব্যে স্পষ্ট যে সাধারণ মানুষ ভাত খেতে পায়। এখন যারা সরকারের ছত্রছায়ায় লুটপাট করতে পেরে খুশি, তারাও পেট ভরে ভাত খেতে পারে।
এ প্রসঙ্গে বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষ চরম দুর্ভোগে রয়েছে। দ্রব্যমূল্যের এতটাই অবনতি হয়েছে যে মানুষ এখন তাদের পরিবারের ভরণপোষণের জন্য হিমশিম খাচ্ছে। অনেক মধ্যবিত্ত মানুষও ন্যায্যমূল্যে চাল কিনতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকে। মানুষের আয় বাড়েনি বরং দ্রব্যমূল্য কয়েকগুণ বেড়েছে। বিদ্যুৎ ও গ্যাসের দামও ব্যাপকভাবে বেড়েছে। এ কারণে নিম্নবিত্তে কেউ না খেয়ে চলে যায় আবার কেউ কেউ মধ্যবিত্তে কথা বলতে পারে না। তারা তাদের দুর্দশার কথা বলতে লজ্জা পায় না। এদিকে মেয়রের কথায় প্রমাণিত হলো দেশে দুর্ভিক্ষের অবস্থা। এবং এই সৎ মন্তব্যের জন্য তাকে ধন্যবাদ।
জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন বলেন, আইভীর বক্তব্য প্রমাণ করেছে দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। আইভী সত্যি কথা বলেছে। পরিচ্ছন্নতা কর্মীদের এই আন্দোলন আমাদের ১০-দফা আন্দোলনের সাথে মিলে যায় কারণ দেশটি দ্রব্যমূল্য বৃদ্ধির পরিস্থিতির মুখোমুখি। আইভী প্রমাণ করে যে তাদের অভাব রয়েছে।
প্রসঙ্গত, এ দিকে মেয়র আইভীর করা এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ব্যাপক। সকলেই তার বলা এই কথাকে দেশের বর্তমান পরিস্থিতির সাথে তুলনা করেছেন।