সম্প্রতি বেশ অস্থিরতা দেখা দিয়েছে বিশ্বের সব থেকে বড় এবং শক্তিশালী অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে। গেল এক সপ্তাহের মাথায় দেশটিতে দেউলিয়া হয়ে গেছে তিনটি ব্যাংক। আর এ নিয়ে এখন শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে নয় সারা বিশ্বে শুরু হয়েছে নতুন এক আলোচনা আর অস্থিরতা।
এ দিকে এই ব্যাংক দেউলিয়ার ঘটনা নিয়ে বার বার উঠছে নানা ধরনের কথা। বিশেষ করে আমেরিকার মত একটি দেশে যদি হটাৎ ব্যাংক দেউলিয়া হয়ে যায় তাহলে তার প্রভাব আসলে কিরূপ হতে পারে এনিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে যোগদান করেন মার্কিন প্রধানমন্ত্রী জো বাইডেন। সে সময়ে তিনি সাংবাদিকদের সামনে নানা ধরনের বিষয় নিয়ে আলোচনা ও প্রশ্নের উত্তর দিতে থাকেন।
একটা সময়ে তিনি দেশের ব্যাংকিং ব্যবস্থা নিয়েও কথা বলেন এবং দেশের জনগণকে তাদের উপর আস্থা রাখতে বলেন।
ওই সংবাদ সম্মেলনে উপস্থিত একজন সাংবাদিক প্রশ্ন করেন কেন দেউলিয়া হয়ে গেলো দেশের ২য় বৃহত্তম সিলিকন ব্যাংক।আর এমন প্রশ্ন শুনেই হটাৎ সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করে চলে যেতে দেখা যায় বাইডেনকে। আর এই ভিডিও এখন সবখানে ছড়িয়ে পড়েছে বাতাসের বেগে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এখন ট্রল হচ্ছে এই ভিডিওটি নিয়ে।
প্রসঙ্গত, এ দিকে এই ঘটনায় আবারো নতুন করে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে মার্কিন নাগরিকদের মধ্যে। তারা প্রেসিডেন্টের এমন আচরণে হয়েছেন বেশ ক্ষুব্ধ।