মাঠে কিংবা মাঠের বাইরে যেখানেই থাকুক না কেন, সর্বদাই যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর এরই ধারাবাহিকতার মধ্যদিয়ে গতকাল বুধবার (১৫ মার্চ) দুবাইয়ে আরাভ জুয়েলার্স উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েও রীতিমতো এক আলোচনার জন্ম দিলেন তিনি।
জানা গেল, উদ্বোধনী মঞ্চে না উঠেই ১০ মিনিটের মধ্যে চলে যান তিনি। এ ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন অপেক্ষায় থাকা হাজারো প্রবাসী বাংলাদেশি।
বুধবার (১৫ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রেঞ্জ রোভার গাড়িতে (এফ-৫৫৫৯০) দুবাইয়ের ডেরা বাজারে আসেন দেশসেরা অলরাউন্ডার। তার সঙ্গে একই গাড়িতে ছিলেন প্রতিষ্ঠানের মালিক আরাভ খান।
এর আগে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন উপস্থাপক দেবাশীষ বিশ্বাস, সঙ্গীত শিল্পী বেলাল খান প্রমুখ। স্থানীয় সময় বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
সংগঠনের পক্ষ থেকে সাকিবের স্বাক্ষরিত জার্সি ও ব্যাট প্রধান ক্রেতাদের উপহার দেওয়া হবে বলে ঘোষণা দেন আরাভ খান।
জানা গেছে, পুলিশ পরিদর্শক পদমর্যাদার সদস্য’ হ’ত্যা’ মা’মলা’র পলাতক আসামি আরভ খান। বর্তমানে তিনি দুবাইতে স্বর্ণ ব্যবসার সাথে জড়িত। আরভ খানের সোনার দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন শাকিব।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) স্কুল অব ইন্টেলিজেন্সের পরিদর্শক মামুন ইমরান খান (৩৪) পুড়ে মারা যান। ওই ‘হ’ত্যা’ মামলার ৬ নম্বর আসামি আরভ খান।
২০১৮ সালের ১০ জুলাই মামুন হ’ত্যা’র ঘটনায় তার ভাই বাদী হয়ে ডিএমপির বনানী থানায় মামলা করেন। এই মামলায় পুলিশ ২০১৯ সালে আদালতে চার্জশিট দাখিল করে। সেখানে আরভের নাম রয়েছে। মামলার এজাহারে বলা হয়, আরভের আসল নাম রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়।
এদিকে ডিবি পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পুলিশ কর্মকর্তা মামুননা হ”ত্যা’ মামলার অন্যতম ৬ নম্বর আসামি দুবাইয়ের আরাভ খানই। তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।