গেলো বছর বেশ ভাইরাল একটি নাম হয়ে উঠেছিলেন দুদক থেকে বরখাস্ত হয়ে যাওয়া শরীফ উদ্দিন। চাকরি হারিয়ে কাজ করছিলেন একটি দোকানে। আর সেই থেকেই তাকে নিয়ে শুরু হয় নানা ধরনের আলোচনা। এ দিকে সম্প্রতি বেশ বড় ধরণের একটি দুঃসংবাদ পেলেন শরীফ উদ্দিন। জানা গেছে দুদকের উপ-পরিচালকের পদটি আর ফিরে পাবেন না তিনি। আর এই মর্মে প্রকাশ হয়েছে আদালতের রায়।
এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন শরীফ নিজেই। মো. শরীফ উদ্দিন বলেছেন, আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেব।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুদক আইনের ৫৪(২) বিধিতে আপিল বিভাগের রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
শরীফ উদ্দিন বলেন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা মেনে নিতে হবে। আমি আর কী বলতে পারেন? রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পাওয়ার পর আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব। আল্লাহ যেখানে রিজিক দিয়েছেন সেখানে কাজ করব।
এর আগে সকালে, আপিল বিভাগ কারণ দর্শানো নোটিশ ছাড়াই দুদকের কর্মচারীদের অপসারণের বিষয়ে বিধি ৫৪(২) বাতিলের বিরুদ্ধে দুদকের আপিলের অনুমতি দেয়।
আইনজীবী খুরশীদ আলম খান জানান, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আট বিচারপতির আপিল বিভাগের রায়ের ফলে দুদকের সাবেক কর্মকর্তা শরীফ উদ্দিন কাজে ফিরতে পারবেন না।
তিনি বলেন, আপিল বিভাগ দুদকের কর্মচারীকে অপসারণ সংক্রান্ত বিধি ৫৪(২) বাতিল করে দুদকের আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন।
এ ছাড়া দুদক কর্মকর্তা শরীফের করা রিট আবেদনটি পরিত্যক্ত ঘোষণা করেন আদালত। ফলে শরীফ আপাতত কাজে ফিরতে পারবেন না।
প্রসঙ্গত, সাবেক দুদক কর্মর্কতা কাজ করছেন রেল স্টেশন এর পাশের মুদি দোকানে। এই শিরোনামে গেলো বছর একটি সংবাদ প্রকাশ পায় সারা দেশে। এর পর থেকেই তাকে নিয়ে শুরু হয় নানা ধরনের আলোচনা। অনেক বড় বড় কোম্পানি তাকে চাকরির অফার দেয়। বর্তমানে তিনি দেশের জনপ্রিয় একটি প্রতিষ্টানে চাকিররত রয়েছেন।