মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman) অবশেষে জায়গা পেলেন চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) (Indian Premier League (IPL))–এ। আসরের মেগা নিলামে দল না পেলেও মাঝপথে ৬ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) মুস্তাফিজকে দলে নিয়েছে।
দলের অজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক নিরাপত্তাজনিত কারণে আইপিএলের বাকি অংশ খেলতে অস্বীকৃতি জানানোর পর বিকল্প হিসেবে মুস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করে দিল্লি ফ্র্যাঞ্চাইজি।
শুধুই চলতি আসরের জন্য সুযোগ
আইপিএলের নিয়ম অনুযায়ী, মধ্য আসরে নেওয়া খেলোয়াড়দের পরের মৌসুমে ধরে রাখার সুযোগ নেই। ফলে দিল্লি ক্যাপিটালসের হয়ে শুধুমাত্র ২০২৫ সালের বাকি ম্যাচগুলোতেই অংশ নিতে পারবেন মুস্তাফিজ। এই বাঁহাতি পেসার আইপিএলে এর আগে ৭টি মৌসুমে অংশ নিয়েছেন পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে।
মুস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) দলের হয়ে আইপিএল অভিষেক ঘটে মুস্তাফিজের। সেই আসরে ১৭ উইকেট শিকার করে তিনি দলের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন। পেয়েছিলেন টুর্নামেন্টের ‘সেরা উদীয়মান খেলোয়াড়’ এর পুরস্কার—যা আইপিএলে কোনো বিদেশি ক্রিকেটারের জন্য একমাত্র নজির।
সর্বশেষ আইপিএল মৌসুমে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)–এর হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ।
আইপিএল ফের মাঠে, যুদ্ধবিরতির পরে শুরু ১৭ মে
ভারত-পাকিস্তানের (India-Pakistan) সামরিক উত্তেজনার কারণে গত সপ্তাহে স্থগিত হওয়া আইপিএল আবারও মাঠে গড়াচ্ছে ১৭ মে থেকে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নির্ধারিত সূচি অনুযায়ী শুরু হবে বাকি ম্যাচগুলো।