Thursday , March 30 2023
Breaking News
Home / Entertainment / এবার সংগীতশিল্পী তাসরিফের সুস্থতার জন্য ওমরাহ হজ পালন করতে মক্কায় শুভানুধ্যায়ী

এবার সংগীতশিল্পী তাসরিফের সুস্থতার জন্য ওমরাহ হজ পালন করতে মক্কায় শুভানুধ্যায়ী

গত বেশ কয়েক মাস জাবত জনপ্রিয় সংগীতশিল্পী তাসরিফ মুখের ক্যানসারে অসুস্থ। তার সাথে ঘটে যাওয়া এমন একটি দূর্ঘটনা মেনে নিতে পারছেনা অনেক ভক্তবৃন্দরা। অনেকে সোস্যাল মিডিয়ায় দোয়া কমনা করলেও তাসরিফের সুস্থতার জন্য কেউ ওমরা হজ পালক করতে পারে এমনটা অনেকে চিন্তাও করতে পারেনি।

এবার এক শুভানুধ্যায়ী অনন্য নজির সৃষ্টি করলেন এই তরুণ সংগীতশিল্পী তাসরিফের সুস্থতার জন্য ওমরাহ পালন করতে গিয়েছেন। মক্কা থেকে এক ভিডিও বার্তায় এই শুভানুধ্যায়ী
তার ভেরিফায়েড ফেসবুক পেজে এমন একটি ভিডিও পোস্ট করেছেন।

ওই ভিডিওতে তাসরিফের শুভাকাঙ্ক্ষীকে বলতে শোনা যায়, ‘তাসরিফ ভাই পলসিতে ভুগছেন। একথা শুনে আমি খুবই দুঃখ পেয়েছিলাম এবং তাঁর নামে ওমরাহ করতে এসেছি। আমি ওমরাহ পালন করলাম এবং তার জন্য দোয়া করলাম।

তিনি আরও বলেন, ‘আল্লাহ তায়ালা তাকে সুস্থ করুন এবং তিনি আমাদের কাছে আগের মতো প্রফুল্ল হয়ে ফিরে আসুন। তাসরিফ ভাই খুব ভালো মানুষ, তিনি সবসময় গরীব-দুঃখীকে সাহায্য করেন। দোয়া করি আল্লাহ তায়ালা তাকে সুস্থতা দান করুন।

ভিডিওটি শেয়ার করে তাসরিফ লিখেছেন, ‘এর চেয়ে সৌভাগ্য আর কী!

তাসরিফ খান সংগীতশিল্পী হিসেবে সোশ্যাল মিডিয়ায় পরিচিত ছিলেন। ৫ জানুয়ারী, ২০১৭ সালে, তিনি ব্যান্ড দল ‘কুন্ডেঘর’ গঠন করেন।

২০২২ সালে সিলেট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে লাইভে গেলে তাসরিফ ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠে। সেই লাইভ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এ সময় তিনি কোটি টাকার বেশি তহবিল সংগ্রহ করে জনগণের পাশে দাঁড়িয়ে আলোচনায় আসেন। সেই অভিজ্ঞতা নিয়ে তিনি ‘বিষের বন্যা’ নামে একটি বইও লিখেছেন। এবার বইমেলায় প্রকাশিত হলো।

এদিকে অসুস্থ হওয়া সত্ত্বেও তাসরিফ কয়েকদিন আগে ক্যান্সারে আক্রান্ত এক ব্যক্তির জন্য ফেসবুক লাইভের মাধ্যমে ১৮ ঘণ্টায় ৮ লাখ টাকা দান করেন।

তাসরিফের ভক্তদের একটাই প্রার্থনা আল্লহ যেন তাকে সুস্থতা দান করে। সবাই তাকে আবারো আগের রূপে দেখতে চায়। অন্যদিকে তাসরিফ ও সাবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

About Babu

Check Also

পরকীয়ায় জন্ম এই জনপ্রিয় অভিনেত্রীর, তাই বিবাহ বহির্ভূত সম্পর্ককে সে অন্যায় মনে করে না

বিবাহ বহির্ভূত সম্পর্ককে আমাদের সমাজ ঘূর্ন চোখে দেখে। তবে এই অভিনেত্রী এই সম্পর্ককে অন্যায় মনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *