বাংলাদেশের সিনেমা জগতে যে কয়জন তারকা দম্পতি রয়েছেন তাদের মধ্যে অন্যতম এক তারকা দম্পতি হলো পরীমনি এবং তার স্বামী শরিফুল রাজ। তাদের নানা ধরনের খুনসুটি আর ভালোবাসা তারা তাদের ভক্তদের জন্য শেয়ার করে থাকেন।
সম্প্রতি একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। সেখানে তিনি বলেছেন বেশ কিছু কথা। আর তার সেই কথায় সায় দিয়েছেন তার স্বামী শরিফুল রাজ।
বৃহস্পতিবার ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। কারও নাম উল্লেখ না করে সেই স্ট্যাটাসে তিনি লেখেন, ‘রাত সাড়ে ৩টায় বাসা থেকে বের হয়ে…, ফ্যামিলি লাভিং স্ট্যাটাস আমিও দিতে চাই! কিন্তু পারি না। কারণ আমি লোকদেখানো নকল মানুষ না।’
এদিকে পরীমনির সেই স্ট্যাটাসে মন্তব্য করেছেন তার স্বামী শরিফুল রাজ। তিনি লেখেন, ‘দেখায়ে কেউ আসল আর নকল হতে পারলে তো হতোই। আমারা সবাই মানুষ। এবং তুমি একজন মহান মা।’
রাজের মন্তব্যের জবাবও দিয়েছেন পরীমনি। তিনি লিখেছেন, ‘যা কেউ দেখতে পায় না। একটি অস্থায়ী চেহারা অপসারণ করতে বাধ্য করা হয়. কারণ, অবশেষে মানুষের বিবেকের তাড়না বলে একটা জিনিস আছে।’ পরীমনির মন্তব্যের সঙ্গে মিল রেখে জবাব দিলেন রাজ। তিনি লিখেছেন, “পরী বিবেকের তাড়নায় বেঁচে আছি।”
এ দিকে স্ট্যাটাস আর তাদের পাল্টাপাল্টি মন্তব্য নিয়ে এখন সরগরম সোশ্যাল মিডিয়া। বর্তমানে এই করেই দিন পার করছেন এক সময়ের ব্যস্ত অভিনেত্রী পরিমনি। বিয়ে এবং সন্তান নেয়ার পরে পরীমনি সংসার নিয়েই সব সময় পার করে আসছে ব্যস্ত সময়। তিনি আর সিনেমায় ফিবেন কি না তা নিয়েও তিনি বা তার স্বামী অভিনেতা শরিফুল রাজ জানাননি কিছুই।