ইশরাক হোসেন (Ishraque Hossain)-কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (Dhaka South City Corporation) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে (High Court) একটি রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে।
রিট আবেদনের বিবরণ
বুধবার (১৪ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন ডিএসসিসি এলাকার বাসিন্দা মো. মামুনুর রশিদ। তার পক্ষে আইনজীবী কাজী আকবর আলী গণমাধ্যমকে জানান, রিট আবেদনের শুনানি আগামী রবিবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী (Md. Akram Hossain Chowdhury) এবং দেবাশীষ রায় চৌধুরী (Debashish Roy Chowdhury)-এর হাইকোর্ট বেঞ্চে হবে।
তিনি আরও জানান, রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ হোসেন শুনানি করবেন।
নির্বাচন ও ট্রাইব্যুনালের রায়
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন প্রায় পৌনে ২ লাখ ভোটে পরাজিত হন আওয়ামী লীগের (Awami League) প্রার্থী শেখ ফজলে নূর তাপস (Sheikh Fazle Noor Taposh)-এর কাছে।
তবে গত ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম (Md. Nurul Islam) এক রায়ে শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন।
গেজেট প্রকাশ ও অবস্থান কর্মসূচি
ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পাওয়ার পর ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের (Law Ministry) পরামর্শ চায় সংশ্লিষ্ট সাংবিধানিক সংস্থা। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (Election Commission) গেজেট প্রকাশ করে ইশরাক হোসেনকে ডিএসসিসির নতুন মেয়র হিসেবে ঘোষণা করে।
এদিকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের সুযোগ করে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে গুলিস্তানে আয়োজিত মানববন্ধন থেকে এই কর্মসূচির ঘোষণা আসে।