শামীম ওসমানের ‘খেলা হবে’ বক্তব্য বর্তমান সময়ে দেশের অনেক নেতা এমনকি দেশের বাইরের অনেক নেতা ব্যবহার করছেন। তার বলা এই শব্দ দুটি এখন বিভিন্ন কথায় বলে থাকেন দেশের অনেক সাধারন মানুষ বিশেষ করে চ্যালেন্জ করার বিষয়ে বলতে শোনা যায়। এটি শুধু বাংলাদেশে নয় ভারতের অনেক নেতাও এটা তাদের ভাষনে বলতে শোনা গেছে। এবার শামীম ওসমান একটি স্কুল পড়ুয়া ছেলেকে কাছে নিয়ে মজার ছলে বলে বসলেন, তুই এই ‘খেলা হবে’ কথাটি শশুর বাড়ি গিয়ে বলতে পারবি। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সেটি রাতারাতি ভাইরাল হয়ে যায়।
‘খেলা হবে’ শব্দবন্ধটি এখন ব্যাপকভাবে ব্যবহার করছে তরুনরা। রাজনীতির গণ্ডি ছাড়িয়ে আম জনতার মুখে মুখে ঘুরছে এই স্লোগান। এমনকি বিয়েবাড়িতে ডিজের গানেও ট্রেন্ডিং সেই ‘খেলা হবে’। বাংলাদেশের সংসদ সদস্য শামীম ওসমান প্রায় বছর পাঁচেক আগে নারায়ণগঞ্জের একটি জনসভায় একটি ডে”ডলাইনকে সামনে রেখে এক সভায় তিনি বলেন, ‘২৪ তারিখের পরে আসো খেলব, খেলা হবে।’
এরপর আর থেমে নেই এই শব্দবন্ধটি, দেশের আরো অনেক নেতা এটি ব্যবহার করেছেন, যার মধ্যে রয়েছেন আ.লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। তাকেও বলতে শোনা গেছে, রাজনীতির মাঠে এসে খেলুন, আমরাও খেলার জন্য প্রস্তুত। মূলত বিএনপিকে উদ্দেশ্য করে এমনটি বলেছিলেন আ.লীগের এই বর্ষীয়ান এই নেতা।