আসন্ন নির্বাচন নিয়ে চলমান সমস্যা গুলো যদি রাজনৈতিবভাবে সামাধান না করা হয় তহলে কমিশনার পদ থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মোঃ আলমগীর। তার এমন বক্তব্যকে ঘিরে সুরু হয়েছে নানা ধরনের বাক বিতন্ডা।
নির্বাচন কমিশনার (ইসি) মোঃ আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আপস করব না, প্রয়োজনে নির্বাচন কমিশনার পদ থেকে পদত্যাগ করব।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মো: আলমগীর বলেন, আমরা যে কাজ করার শপথ করেছিলাম তা করতে না পারলে আমরা কেন পদে থাকব? কমিশনে আমাদের সবারই একই মনোভাব। সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলে আমরা বিশ্বাস করি না।
তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারেন তা নিশ্চিত করা। আমাদের দায়িত্ব হল ভোটাররা যাতে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে ভোট কেন্দ্রে যায়, ভোট গণনা সুষ্ঠু হয়, নির্বাচনের ফলাফল ভোটারদের ইচ্ছার প্রতিফলন করে তা নিশ্চিত করা। আমরা সেই দায়িত্ব পালনে 100% প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এটা করবোই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, ‘দলীয় সরকারের অধীনে ভোট সুষ্ঠু হবে না’ এই ধারণা ভাঙার দায়িত্ব রাজনীতিবিদদের। এটা সম্পর্কে আমাদের কিছু করার নেই। সংবিধানও আমাদের সে দায়িত্ব দেয়নি। এটা একটা রাজনৈতিক সমস্যা, এটা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে।
গণতন্ত্রকে শক্তিশালী করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। তবে চলমান রাজনৈতিক নানা জটিলতার কারনে সুষ্ঠু নির্বাচন করা অনেকটা কষ্ট সাদ্ধ হয়ে পড়েছে। তবে এই সমস্য খুব দ্রুতো কাটিয়ে উঠতে পারবে বলে আসাাবদি নির্বাচন কমিশন।