ভাগের চাকা কার কখন কিভাবে ঘুরে যাবে তা কেউ বলতে পারবেনা। সত ইচ্ছা থাকলে সৃষ্টিকর্তা তাকে কোন না কোনভাবে তার গেন্তব্যে পৈছে দিবে তারই প্রমান দিনমজুরের ছেলে আরভ খান ওরফে সোহাগ মোল্লা ওরফে রবিউল ইসলাম রবি।
দেশের ৬৪টি জেলায় ৬৪টি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন দুবাইয়ের বিখ্যাত এই স্বর্ণ ব্যবসায়ী। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আরাভ খান তার ফেসবুক লাইভে এ ঘোষণা দেন।
তিনি বলেন, আমি দিনমজুরের ছেলে। ঢাকায় এসে অনেক কষ্ট পেয়েছি। একটা হোটেলে কাজ করতাম। অনেক কষ্টে আজ এই অবস্থানে এসেছি। আল্লাহ আমাকে সুস্থ রাখলে খুব শিগগিরই দেশের ৬৪টি জেলায় ৬৪টি মসজিদ নির্মাণ করব।
এর আগে বুধবার সন্ধ্যায় দুবাইয়ের হিন্দ প্লাজায় আরভ জুয়েলারি নামের এই সোনার দোকানের উদ্বোধন করেন তিনি। দোকানের মালিক কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের আশুতিয়া গ্রামের আরভ খান বলে জানা গেছে। তবে স্থানীয়রা জানান, তার আসল নাম সোহাগ মোল্লা।
সোহাগ মোল্লা আশুটিয়া গ্রামের দিনমজুর মতিয়ার রহমান মোল্লার ছেলে। মতিয়ার রহমান মোল্লা বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায় ফেরি করে রুপার হাঁড়ি বিক্রি করতেন। সোহাগ মোল্লা ১৯৮৮ সালে এখানে জন্মগ্রহণ করেন। ২০০৫ সালে চিতলমারী সদরের একটি স্কুল থেকে সোহাগ মোল্লা এসএসসি পাস করেন। দারিদ্র্যের কারণে তার আর লেখাপড়া হয়নি। চিতলমারী থেকে ভাগ্যের সন্ধানে ২০০৮ সালে ঢাকায় চলে আসেন। আজ তার কোটি কোটি টাকার ব্যবসা। সম্প্রতি তিনি আরও একটি সর্নের দোকান উদ্ভদোন করছে দুবায়ের মত একটি উন্নত শহরে।