বাংলাদেশের ক্রিকেটের সব থেকে বড় নাম এখন কোনটি ?এমন প্রশ্ন যদি করা হয় তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখে একটি নামই উচ্চারিত হবে আর তা হলো সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটকে তিনি নিয়ে গেছেন অন্যতম এক উচ্চতায়। তবে এই নামটি শুধু আলোচনার নয় সমালোচনারও বটে। সম্প্রতি দুবাই গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে গিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন তিনি। সাকিবের দুবাই সফর নিয়ে বিতর্ক যখন তুঙ্গে তখন হ্যালির ধূমকেতুর মতো ঢাকার একটি হোটেলে হাজির হন বিশ্বের সেরা এই অলরাউন্ডার।
দুবাই থেকেই ঢাকা, মাঝখানে মাত্র কয়েক ঘণ্টা। এটা অবাক করার মতোই ঘটনা বটে। ঢাকার শেরাটন হোটেলের বলরুমে হঠাৎ হাজির হন সাকিব আল হাসান। শুধু তাই নয়, চলচ্চিত্র ও নাটকের প্রতি তার আগ্রহের কথাও প্রকাশ্যে জানান তিনি।
শাকিব হাসান বলেন, আমি যখন প্লেনে ভ্রমণ করি, যখন দেশের বাইরে থাকি, অবসর সময়ে বাংলা চলচ্চিত্র ও বাংলা নাটক দেখি।
সাকিব আল হাসান ইমপ্রেস টেলিফিল্মের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন লঞ্চে এসেছিলেন। আই স্ক্রিনের প্রত্যাশা নিয়ে সাকিব বলেন, ‘যেহেতু একটি নতুন প্ল্যাটফর্ম চালু হচ্ছে, আশা করছি আই স্ক্রিনে ভালো ভালো নাটক, সিনেমা ও ওয়েব সিরিজ পাবো। এটি বাংলা ভাষার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হতে পারে, আমি নিশ্চিত যে আই স্ক্রিন খুব ভালো করবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এর যাত্রা শুরু হয়। এ জন্য রাজধানী ঢাকার শেরাটন হোটেলের জমকালো বলরুম। যেখানে উপস্থিত ছিলেন দেশের প্রায় সব তারকারা। সবার সাথে সাকিব মিশে গেলেও মুখ খোলেননি তাকে নিয়ে সম্প্রতি হয়ে যাওয়া সব সমালোচনার বিষয়ে একেবারেই নিশ্চুপ ছিলেন তিনি।