বিগত অনেকদিন ধরেই কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন বলিউডের অন্যতম সুপরিচিত অভিনেত্রী শিবাঙ্গি জোশি। আর এরই মধ্যে সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হলো তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ও স্ট্যাটাস দিয়ে এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন গুণী এই অভিনেত্রী।
এদিন, অভিনেত্রী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন,’বন্ধুরা আমার কিডনিতে সংক্রমণ হয়েছে। কয়েকদিন কঠিন সময় পার হওয়ার পর এখন ভালো আছি। তোমাদের দোয়া ও ভালোবাসায় সব সম্ভব। তোমরা তোমাদের শরীরের খেয়াল রেখো, সর্বদা হাইড্রেট থেকো।’
ছবিতে শিবাঙ্গীকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যাচ্ছে। স্যালাইন চলছে। অভিনেত্রীর সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। লাইক ও শেয়ারের সংখ্যা আকাশচুম্বী। তার ভক্তরা মন্তব্যে অভিনেত্রীর মঙ্গল কামনা করেছেন।
ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ শিবাঙ্গী। ২০১৬ সালে, তিনি ‘ইয়ে রিস্তা ক্যায়া কেহলাতা হ্যায়’-এ ‘নায়রা’ চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পান। তারপর থেকে নিয়মিত হিন্দি সিরিয়ালে কাজ করছেন।
বর্তমানে বেশ জনপ্রিয়তার সাথেই অভিনয় চালিয়ে যাচ্ছেন সবার প্রিয় এই অভিনেত্রী। ২০১৩ ‘খেলতি হ্যায় জিন্দেগি আঁখ মিছোলি’ দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন তিনি। বর্তমানে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছিলেন তিনি।