রবিউল ওরফে আরাভ খান, বর্তমান সময়ের আলোচিত এবং সমালোচিত একটি নাম। দুবাইতে থাকলেও তিনি এখন দেশের সমালোচনার শীর্ষে রয়েছেন তিনি। বিশেষ করে দুবাইতে স্বর্ণের দোকান উদ্বোধন করতে বাংলাদেশ থেকে ক্রিকেটার সাকিব আল হাসান সহ আরো বেশ কয়েকজন তারকাকে নিয়ে যান তিনি। আর সেই থেকেই মূলত নানা ধরনের সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। সম্প্রতি জার্নালিস্ট জুলকারনাইন সায়েরকে তিনি ফোন কলে দেন অনেক হুমকি এ নিয়ে তিনি এবার একটি স্ট্যাটাস দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হলো হুবহু:-
পুলিশ কর্মকর্তা মামুন হত্যার সাথে জড়িত রবিউল ওরফে আরাভ আজ সকালে আমার মেসেঞ্জারে লিখে পাঠায় “কল মি” আমি সব সময়ই অন্যদের কাছ থেকে আসা ম্যাসেজ পড়ি এবং উত্তরও দেই। যেহেতু এই ব্যক্তি সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছে, তাই আমিও তাকে উত্তরে বলি ”আপনি কি আমার সাথে কোন তথ্য শেয়ার করতে আগ্রহী?”
স্বাভাবিকভাবেই সে তখন আমাকে কল করার সুযোগ পায় ও কল করে। কলের প্রথম থেকেই তার কথাবার্তা বেশ অসংযত ও অশালীন ছিলো, কমেন্ট লিংকের ড্রাইভে তার সাথে হওয়া প্রথম কথোপকথনের বিস্তারিত আছে।
যে কোন ব্যক্তিকেই শারীরিকভাবে আক্রমনের হুমকি দেয়া অন্যায় আর নিরাপত্তাজনিত কারনে আমাকে দেয়া যেকোন ধরনের হুমকি যে দেশে আমি বসবাস করছি সে দেশের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা, এবং আমার সাথে সংশ্লিষ্ট সকল সংবাদমাধ্যমকেই জানাতে হয়। যা আমি ইতোমধ্যেই করেছি।
আমি লক্ষ্য করেছি রবিউল ওরফে আরাভ একটি দূরভীসন্ধিমূলক পোস্টের মাধ্যমে প্রচার করছে “আমি নাকি তার কাছে ৫ কোটি টাকা দাবী করেছি” যা সম্পূর্ণভাবেই বানোয়াট।
রবিউল ওরফে আরাভের সাথে কথোপকথনের সময় আমার উত্তেজিত হয়ে তাকে গালাগাল করা ঠিক শোভা পায়নি, এবং এ কারনে আমি বিব্রত।
একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে পেশাদারিত্বের সাথে তার অর্থ ও অপরাধমূলক কাজকর্মের পেছনের মদদদাতা কারা সেটা আমি খুঁজে বের করবোই।
প্রসঙ্গত, এ দিকে আরাভ খান ফেইসবুক এ এসে একটি লাইভ ভিডিও করেন ।সেখানে তিনি তার নিজের বিষয়ে অনেক কথা বলেন। বিশেষ করে যে ঘটনার জন্য তাকে বার বার দোষী করা হচ্ছে সেই ঘটনা নিয়েও মুখ খোলেন তিনি।