পরকীয়ার জেরে অনেক সুখি দম্পত্য জীবন নষ্ট হওয়ার ঘটনা যেন নিয়মিত হয়েছে দাড়িয়েছে। এমন একটি ঘটনার জেরে অকালে প্রান হারিয়েছেন রাজবাড়ীর পাংশা উপজেলার হামিদুল নামের এক ব্যক্তি। সংবাদ সূত্র অনুজায়ী আত্মহতি দেওয়ার কয়েকদিন আগে নিজের পূত্রবধূকে বিয়ে করেন তিনি। ধারনা করা হচ্ছে সমাজের ধিক্কার ও পারিবারিক কলহ সইতে না পেরে গলায় ফা ঁ“স দিয়েছেন হামিদুল (৪৩) নামে এই ব্যক্তি।
গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পুইজোর খালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিষয়টি ঘোষণা করা হয়।
স্থানীয় বাসিন্দা ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দুই বছর আগে বালিয়াকান্দির রামদিয়া বারমল্লিকা গ্রামের কাশেম মণ্ডলের মেয়ে জাহানারা (২০) এর সঙ্গে হামিদুলের ছেলে নয়নের (১৮) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের দেড় বছর পর তাদের একটি পুত্র সন্তান হয়।
কিছুদিন পর জাহানারা তার শ্বশুর হামিদুলের সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে পরিবারের পক্ষ থেকে সমাধানের চেষ্টা করা হয়।
এরপর গত ১০ ফেব্রুয়ারি জাহানারা তার স্বামী নয়নকে তালাক দিয়ে ২০ ফেব্রুয়ারি রাজবাড়ী আদালতে গিয়ে শ্বশুর হামিদুলকে বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে সমাজে শুরু হয় বিশৃঙ্খলার ঝড়। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে হামিদুল নিজ ঘরের সিলিংয়ে রশি পেঁচিয়ে আ”ত্মহ”ত্যা করেন। বিষয়টি বুঝতে পেরে জাহানারা গলায় দড়ি পেঁচিয়ে আ”ত্মহ”ত্যার চেষ্টা করেন। কিন্তু সে চেষ্টায় সফল হতে পারেনি। লোকলজ্জা ও পারিবারিক কলহের জের ধরে হামিদুল আ”ত্মহ”ত্যা করে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
সেই পুত্রবধূ জাহানার বর্তমান অবস্থা সম্পর্কে তেমন কোন তথ্য পাওয়া যায়নি। এই ঘটনা প্রকাশের পর অনেকের মনেই প্রশ্ন উঠেছে জাহানারাকে কি তার আগের স্বামি অর্থাৎ প্রয়াত হামিদুলের ছেলে কি তাকে আবার মেনে নিয়েছে। এই প্রশ্নে উত্তর এখনো পর্যন্ত যানা সম্ভব হয়নি।