বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তবে পর্দায় ‘দীঘি’ নামেই অধিক পরিচিতি পেয়েছেন তিনি। এদিকে সম্প্রতি পুলিশ হত্যা মামলার অন্যতম ৬ নম্বর আসামি আরাভ খানের জুয়েলার্সের আমন্ত্রণে দুবাইয়ে পাড়ি জমান এই অভিনেত্রী। আর এরপরই রীতিমতো আলোচনায় জড়িয়ে পড়েন তিনি।
তবে দুবাইয়ে পাড়ি দিলেও জুয়েলার্সের উদ্বোধনী আয়োজনে দেখা যায়নি তাকে। বুধবার স্থানীয় সময় রাত ৮টায় আরভ জুয়েলার্স পরিদর্শন করেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, উপস্থাপক দেবাশীষ বিশ্বাসসহ অনেকে।
দীঘি এই জুয়েলার্সের উদ্বোধনে যোগ দিতে দুবাই গেলেও সেখানে তাকে দেখা যায়নি। এর কারণ হিসেবে দীঘি গণমাধ্যমকে বলেন, ওই অনুষ্ঠানে কোনো পারফরম্যান্স ছিল না, উপস্থিত থাকার কথা ছিল। রাস্তায় অনেক জ্যাম, বের হতে দেরি হয়ে যায়। সেখানে যাওয়ার পর দেখলাম অনেক লোক। প্রবেশটাও ছিল কিছুটা ঝুঁকিপূর্ণ। তাই সেখানে যোগ দিতে পারিনি। পরে শারজায় আরেকটি ঘটনা ঘটে; সেখানে গিয়েছিলাম
এদিকে, দুবাইতে পুলিশ অফিসার হত্যা মামলার আসামি আরভ খানের স্বর্ণের দোকান উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সমস্যায় পড়েন জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এবং ইউটিউব কন্টেন্ট নির্মাতা হিরো আলম।
এদিকে এ বিষয়ে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যেহেতু আরাভ একজন আসামি- সেহেতু তদন্তের স্বার্থে সাকিব আল হাসান এবং হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করাও হতে পরে।