ফের পরকীয়ার কারণে বলি হতে হয়েছে নিশপাপ ১১ বছরের সন্তানকে। মা হয়ে নিজের ছেলেকে নিথর করার ঘটনা কোন ভাবেই মেনে নিতে পারছে এলাকাবাসি। ঘটনা সূত্রে জানা যায় সাতক্ষীরার শ্যামনগরে মায়ের দেওয়া বি”ষ পানে রহিত দত্ত (১১) নামে এক শিশুর প্রয়াত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) বিকেলে সাতক্ষীরা শ্যামনগর উপজেলা সদরের নকিপুর (হরিতলা) গ্রামে এ ঘটনা ঘটে। মৃ”ত শিশু রহিত দত্ত নকিপুর হরিতলা গ্রামের মৃত গোপাল দত্ত ও সুস্মিতা দত্তের একমাত্র ছেলে। সে পার্শ্ববর্তী নকিপুর প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
রহিতের মামা উজ্জল দত্ত জানান, দুপুর ২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পর রহিতের মা তাকে জুস খাওয়ান। জুস খাওয়ার পর তার বমি শুরু হয়। প্রতিবেশীরা তাকে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ম “ত ঘোষণা করেন। রহিতের মা তার একমাত্র শিশুপুত্রকে নিয়ে আলাদা ভাড়া বাড়িতে থাকতেন। তিনি দাবি করেন, রসে বি”ষক্রিয়ায় রোহিতের মৃ”ত্যু হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে নিহত রোহিত দত্তের মা সুস্মিতা দত্তকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মা স্বীকার করেছেন যে তিনি জুস বিষ মিশিয়ে ছেলেকে দিয়েছিলেন। সেই জুস খেয়েই মা”রা যান রোহিত। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মহিলাও স্বীকার করেছেন যে, তিনি বিবাহ বহির্ভূত প্রেমে আসক্ত হয়ে সন্তানকে খু”ন করেছেন। তিনি আরও জানান, লা”শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের মামা উজ্জল বাদী হয়ে সুস্মিতা দত্তের বিরুদ্ধে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বিবাহ বহির্ভূত প্রেমে আসক্ত হয়ে নিজের ছেলেকে হত্যার ঘটনা একটি নিকৃষ্ট কাজ। আসামীর দৃষ্টান্ত শাশ্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। তারে সংবাদ মাধমে জানিয়েছে, ওই নারীর এমন শাশ্তি হওয়া উচিৎ যাতে অন্য কোন মা এমন ঘৃর্ন কাজ করতে সাহস না পায়। এদের মত কিছু নারির কারনে আজ মা নামক শব্দটা অসন্মানিত হচ্ছে।