আবারো উত্তাল দেশের মিডিয়া জগৎ। এবার গ্রেফতার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। ওমরাহ হজ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন অভিনেত্রী মাহিয়া মাহি। আজ সোমবার বেলা ১১টার দিকে সৌদি আরব থেকে ফেরার পথে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) তাকে গ্রেপ্তার করে।
ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে মাহির স্বামী রাকিব সরকার পলাতক রয়েছে বলে জিএমপির মিডিয়া উইং কর্মকর্তা ইব্রাহিম খান ঢাকা পোস্টকে জানিয়েছেন।
বিমানবন্দর থেকে জিএমপির উপ-কমিশনার (অপরাধ) আবু তোরাব মো. শামসুর রহমানের নেতৃত্বে মাহিকে জিএমপি সদর দফতরে নিয়ে যাওয়া হচ্ছে।
গত শুক্রবার মাহিয়া মাহি ও তার স্বামী আওয়ামী লীগ নেতা রাকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রোকন মিয়া।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম গতকাল বলেছেন, বিভিন্ন মিথ্যা, বানোয়াট, আপত্তিকর, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার অপরাধে রাকিব সরকার ও তার স্ত্রী মাহিয়া মাহি সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
সৌদি আরবের মক্কা থেকে ফেসবুক লাইভে রাকিবের গাড়ির শোরুমে ভাংচুর ও হামলার অভিযোগ করেছেন স্বামীর সঙ্গে ওমরাহ করতে যাওয়া অভিনেত্রী মাহি। কিছুক্ষণ পর রাকিব ও মাহি ফেসবুক লাইভে এসে বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম দেড় লাখ টাকার বিনিময়ে ইসমাইল ওরফে লাদেনের কাছে আমাদের গাড়ির শোরুম দখল করে নিচ্ছেন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আবারও ফেসবুক লাইভে আসেন মাহি ও রাকিব সরকার। তারা বলেন, গাজীপুর থানা পুলিশ আমাদের নিরাপত্তাসহ অন্যদের গ্রেপ্তার করেছে। সবাইকে আমাদের শোরুম থেকে বের করে দিয়ে। তিনি বলেন, বাইরে না এলে গুলি করবে। পুলিশ কি কখনো এসব করতে পারে? সকালে এয়ারপোর্টে নামবো। হয়তো তারা আমাদেরও গ্রেপ্তার করবে।
প্রসঙ্গত, এ দিকে গেলো কয়েকদিন আগেই মাহিয়া মাহি এবং তার সময় রাজীব সরকারের নাম মামলা করা হয়। আর সেই মামলায় গ্রেফতার হলেন মাহিয়া মাহি। মাহি গ্রেফতার হলেও তার সময় এখনো রয়েছে নিখোঁজ। জানা গেছে বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা মাহিয়া মাহি আর কিছু দিনের মধ্যেই মা হবেন তিনি। এরই মধ্যে গ্রেফতার করা হলো তাকে।