চাকরির প্রলোভন দেখিয়ে ২৫ বছর বয়সী এক তরুণীকে হোটেলে ডেকে নিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা খয়ালী সহারনের বিরুদ্ধে। চলতি মাসের গত ১৬ মার্চ জয়পুরের মানসরোবর থানায় এমনই অভিযোগ করেছেন এক তরুণী।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ধর্ষণের ঘটনাটি ঘটেছে গত ১৩ মার্চ। ভুক্তভোগী তরুণীকে চাকরি দেয়ার কথা বলে মানসরোবর এলাকার এক হোটেলে নিয়ে যান আপ (আম আদমি পার্টি) কর্মী খয়ালী। পরে মদ পান করে হোটেল কক্ষে ওই তরুণীকে অভিনেতা ”ধ”র্ষ”ণ’ করেন।
এই ঘটনায় মানসরোবর থানার উপ-পরিদর্শক সন্দীপ যাদব বলেছেন যে তরুণীর দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে আইপিসির ৩৭৬ ধারায় খয়ালীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
পুলিশ আরও জানিয়েছে, শ্রীগঙ্গানগরের বাসিন্দা ওই তরুণী একটি ফার্মে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন। প্রায় এক মাস আগে, অন্য মহিলার মাধ্যমে কাজের জন্য খয়ালীর সাথে যোগাযোগ করেন ওই তরুণী।
তরুণীকে ”ধ”র্ষ”ণে”র” ‘ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, খয়ালী হোটেলে দুটি রুম বুক করেছিলেন। একটি নিজের জন্য এবং অন্যটি তরুণীর জন্য। তরুণীর অভিযোগ, অভিনেতা বিয়ার পান করেন। তাদেরও বিয়ার খেতে বাধ্য করেন। এরপর বাড়ি থেকে কেউ বের হলেই ওই তরুণীর সঙ্গে খারাপ কাজ করেন কৌতুক অভিনেতা।
এদিকে গুণী এই অভিনেতার বিরুদ্ধে এ ওঠার পরপরই রীতিমতো বিনোদন জগতে শুরু হয়েছে ব্যাপক শোরগোল। এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিও করেছেন কেউ কেউ।