বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহিকে নিয়ে আবারো আলোচনায় মুখর সারা দেশ। জানা গেছে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের করা মামলায় অভিনেত্রী মাহিয়া মাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (১৮ মার্চ) তাকে আদালতে হাজির করা হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম জানান, নায়িকার বিরুদ্ধে আদালতে রিমান্ড চাওয়া হবে।
তিনি জানান, দেশে ফেরার পর বিমানবন্দর থেকে মাহিকে গ্রেপ্তার করা হয়। বাকি প্রক্রিয়া শেষে আমরা শিগগিরই তার রিমান্ড চাইব।
সাংবাদিকদের পক্ষ থেকে মাহির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানালে এই পুলিশ কর্মকর্তা বলেন, বিষয়টি আমরা অবগত নই। আদালত বিষয়টি দেখবে।
প্রসঙ্গত, এ দিকে মাহিয়া মাহি ও তার সময় রাজীব সরকারের নাম মামলা করা হলেও গ্রেফতারের সময় পাওয়া যায়নি তার স্বামী রাজিব সরকারকে। জানা গেছে তাকেও গ্রেফতারের তোড়জোড় চালাচ্ছে পুলিশ।