Wednesday , March 22 2023
Breaking News
Home / Entertainment / এ কেমন আদেশ এক সেকেন্ডও আমার কথা শোনেনি, আদালত থেকে বের হয়ে : মাহি (ভিডিওসহ)

এ কেমন আদেশ এক সেকেন্ডও আমার কথা শোনেনি, আদালত থেকে বের হয়ে : মাহি (ভিডিওসহ)

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়  হজরত শাহাজালাল বিমান বন্দর থেকে  গ্রেফতার হয় মাহি। এরপর তাকে আদালতে তুলা হয়। সেখানে পুলিশ মাহির ৭ দিনের রিমান্ড আবেদন করেন। তবে সেই রিমান্ড না মুঞ্জুর করে আদালত।এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের আদালত এ আদেশ দেন বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মাহির ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর না করে মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদালত প্রাঙ্গন থেকে বের হওয়ার পর সংবাদিকদের উদ্দেশ্যে ঢাকাই সিনেমার একই নায়িকা চিৎকার করে বলতে থাকে এ কেমন আদেশ এক সেকেন্ডও আমার কথা শোনেনি। কিভাবে এক সেকেন্ডর মধ্যে কোড শেষ হয়ে যায়।

About Babu

Check Also

জানা গেল, আরাভের জয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে কত সম্মানী পেয়েছিলেন হিরো আলম

হিরো আলম বাংলাদেশের বিনোদন জগতে ভিন্ন একটি নাম। তিনি বিনোদন জগত পেরিয়ে রাজনীতিটে নাম লিখিয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *