এই মুহূর্তে আলোচনার শীর্ষে রয়েছেন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। সম্প্রতি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানের পর দেশে ফিরতেই গ্রেপ্তার হয়েছেন তিনি। জানা গেছে, এরই মধ্যে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
তবে গ্রেপ্তারের বিষয়টি আগেই আন্দাজ করতে পেরেছিলেন তিনি।
গত শুক্রবার (১৭ মার্চ) মধ্যরাতে সৌদি আরব থেকে ফেসবুক লাইভে মাহি বলেন, ‘দেশে আসলেই হয়তো গ্রেপ্তার হতে পারি। যাই ঘটুক না কেন, আমরা সব মোকাবেলা করব। আপনারা সবাই সত্যের সাথে থাকবেন। সারা দেশ আমাদের পাশে থাকবে।
অভিনেত্রীর মতে, জমির বিষয়ে আদালতই সিদ্ধান্ত দেবেন। জমির ব্যাপারে পুলিশ কেন হস্তক্ষেপ করবে? তারা কেন সনি রাজ শো-রুমে ঢুকে আমাদের লোকজনদের ধরে নিয়ে গেল? কি উদ্দেশে আমাদের সবাইকে ধরে নিয়ে যাচ্ছে?’
তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে গ্রেপ্তার করা হবে। আমি যদি অন্যায় করে থাকি, ভুল করে থাকি তাহলে দেশের আইন অনুযায়ী আমার বিচার হবে এবং শাস্তি হবে। আমি সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু পুলিশ সদস্যদের এমন প্রশ্নবিদ্ধ আচরণ আমাদের ব্যথিত করেছে। দেখি কি হয়, আল্লাহর উপর ভরসা করি।
এদিকে ৯ মাসের অন্তঃসত্ত্বা চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে সর্বত্রে চলছে নানা আলোচনা-সমালোচনা। অন্যদিকে গ্রেপ্তারের বিষয়টি আন্দাজ করতে পেরে সৌদিতেই থেকে গেছেন স্বামী রাকিব সরকার।