Thursday , March 30 2023
Breaking News
Home / Entertainment / আরাভ খান কোনোভাবে আমার ভাই না, তাকে আমি চিনি না: আমিন খান

আরাভ খান কোনোভাবে আমার ভাই না, তাকে আমি চিনি না: আমিন খান

আরাভ খান বা সোহাগ মোল্লা নামের একজন প্রবাসী বাংলাদেশী তরুন বর্তমানে সময়ে দেশে এবং দেশের বাইরে মিডিয়া জুড়ে আলোচনায় রয়েছেন। সংযুক্ত আরব আমিরাতে আরাভ খান নামের ঐ ব্যক্তি সাম্প্রতিক সময়ে তার মালিকানায় একটি জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বেশ কয়েকজন তারকাকে আমন্ত্রন জানান। যাদের মধ্যে ছিলেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, হিরো আলম, পরিচালক ও প্রযোজক দেবাশীষ বিশ্বাস, অভিনেত্রী পার্থনা ফারদিন দীঘি এবং সেই সাথে আরো বেশ কয়েকজন তারকা। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিভিন্ন মাধ্যমে নানা আলোচনা শুরু হয়।

‘আরাভ খান’ বাংলাদেশের এক পুলিশ অফিসারকে হত্যা মামলার আসামি। আর নামের মিল থাকায় অনেকেই মনে করছেন আরাভ খান অভিনেতা আমিন খানের ভাই। এ কারণে বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে অভিনেতাকে। তবে আমিন খান বলেন, মিডিয়া থেকে ফোন পেলেই প্রথম বুঝতে পারি যে আমাদের নিয়ে কোথাও আলোচনা হচ্ছে।

শুক্রবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জনপ্রিয় এই অভিনেতা বলেন, আরাভ খান নামটি আমি কখনো শুনিনি। কোথাথেকে কিভাবে এটা ছড়াল আমি ঠিক বুঝতে পারছি না। তবে আমি এটা নিয়ে চিন্তিত নই। কিছু ছড়িয়ে দিলে তা সত্যি হয় না। শুধু ফোন কল আমাকে বিরক্ত করে।

(১৭ মার্চ) এ বিষয়ে একটি জাতীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেতা আমিন খান। তিনি বলেন, দুবাইয়ের আরাভ খান আমার ভাই না। এ নিয়ে কী ঝামেলায় যে পড়ছি। আরাভ খান নামে আমার কোনো ভাই নেই। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন দুবাইয়ের আরাভ খান আমার ভাই কিনা। আমি আরাভ খানকে তো আমি চিনিই না।

আমিন খান বলেন, অনেকেই ভুল করে ভাবেন যে আরাভ আমার ভাই। আসলে, আমি জানি না এটি ভুল কিনা, এটি ইচ্ছাকৃত হতে পারে বা কেউ ইউটিউবে একটি ভিডিও তৈরি করেছে এবং ভিউ পাওয়ার জন্য এটি করেছে৷ আসলে মানুষ বুঝতে পারে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আমি এসব নিয়ে চিন্তিত নই।

এ নিয়ে বিব্রত বোধ করছি। আমার ভাইয়ের নাম আশরাফুল ইসলাম। একটি চলচ্চিত্রে অভিনয় করেছিল সে। হয়তো সিনেমায় আরাভ নাম থাকতে পারে তার। সেখান থেকে কেউ কেউ ভাবতে পারেন তিনি (আরাভ খান) আমার ভাই। প্রত্যেকের ভুল সংশোধন করা প্রয়োজন।

আমিন খান বলেন, তারা তিন ভাই। একজন আশরাফুল ইসলাম আরেকজন আরিফুল ইসলাম। তারা সবাই রাজধানী ঢাকায় থাকেন।

২০১৮ সালের ৭ জুলাই রাজধানীর বনানীতে একটি ফ্ল্যাটে খু”/ন হন ইন্সপেক্টর মামুন। তাকে জন্মদিনের পার্টিতে ডেকে নি”র্ম/মভাবে পি”টিয়ে হ”/ত্যা করা হয়।নিথর করার পর আরাভ খান ওরফে সোহাগ মোল্লা ভারতে পালিয়ে যায়। এ ঘটনায় ২০১৯ সালের ১১ এপ্রিল সোহাগ মোল্লা ওরফে রবিউলসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে গোয়েন্দা পুলিশ। পুলিশ এই ঘটনার মামলায় তার ভাড়া করা ব্যক্তি আত্মসমর্পণ করে এবং এরপর ৯ মাস পর জেল থেকে বের হন! তিনি ২০২০ সালে ভারতীয় পাসপোর্ট পেয়েছিলেন। যাতে তার নাম পরিবর্তন করে ‘আরাভ খান’ করা হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘এ পর্যন্ত আমার থানায় সোহাগ মোল্লা ওরফে মোল্লা আপন, ওরফে রবিউল ইসলাম রবি, ওরফে শেখ হৃদি, ওরফে আরাভ খানের বিরুদ্ধে ৯টি ওয়ারেন্ট এসেছে। আমি ওয়ারেন্ট তামিল করার চেষ্টা করেছি। কিন্তু আমরা তার কোনো হদিস পাইনি। ‘

তবে আরাভ খানের জয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রন পাওয়ার পর বাংলাদেশের বিনোদন জগতের তারকারা এবং সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা শুরু হয়। তবে ধারনা করা হচ্ছে তাদেরকে বিপুল পরিমান অর্থ দেওয়ার কারনে তারা দুবাইয়ে আরাভের এই জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগাদানের জন্য দুবাই যান।

 

 

About bisso Jit

Check Also

মৌসুমীকে নিয়ে শাইখ আহমদুল্লাহর যোগাযোগ মাধ্যমের স্টাটাস নিয়ে তোলপাড়

জীবনের একটা মূহুর্তে এসে মানুষ তার পূর্বের করা পাপের কথা স্মরন করে। চেষ্টা করে তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *