Tuesday , March 21 2023
Breaking News
Home / National / মতিঝিলের পর এবার নারায়নগঞ্জে বিস্ফোরনের ঘটনা, যা বলছে পুলিশ

মতিঝিলের পর এবার নারায়নগঞ্জে বিস্ফোরনের ঘটনা, যা বলছে পুলিশ

দেশে বর্তমান সময় পর্যন্ত বেশ কয়েকটি বি”/ষ্ফোরনের ঘটনায় এ পর্যন্ত বহু সংখ্যক মানুষ প্রয়াত হয়েছেন। তবে দু-একটি বি”স্ফো/রেনর কারন জানা গেলেও কয়েকটির কারন নিয়ে ধোঁয়াশা রয়েছে। এবার ফের একটি বি”/স্ফোরনের ঘটনা ঘটলো নারায়নগঞ্জে। নারানগঞ্জের নিতাইগঞ্জে একটি ভবনে বি”/স্ফোরণের পর আগুন লেগেছে। এতে ১ জন নিহ”/ত ও ২ জন দ”গ্ধ হয়। এ ঘটনায় দেয়াল ধসে ৭ পথচারী আহ”ত হয়েছেন।

শনিবার সকাল ৯টায় নিতাইগঞ্জের ডালপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়নগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, দুই তলা ভবনের নিচতলায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে পুলিশও রয়েছে।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, বি”স্ফো/রণের কারণ এখনো জানা যায়নি।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা জানান, প্রয়াতের নাম মোঃ আওলাদ হোসেন (৪০)। তিনি পেশায় শ্রমিক। বি”স্ফো/রণের পর আগুন ও দেয়াল ধসে পড়ায় দগ্ধ ২ জনসহ মোট ৯ জন আ”হত হয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ভবনটিতে ডাল, চাল, ভুসি, লবণ ও কাগজের গোডাউন ছিল।

নিতাইগঞ্জ বহুমুখী সমিতির সভাপতি আব্দুল কাদির জানান, নারায়ণগঞ্জ জেলা আটা-ময়দা কল মালিক সমিতির সাবেক সভাপতি ইলিয়াস দেওয়ানের মালিকানাধীন ভবনটি প্রায় শত বছরের পুরনো। তিনি বলেন, ‘ভবনের উপরের তলাটি ১০ বছর ধরে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।’

এদিকে এই ধরনের ঘটনার পর অনেকে ধারনা করছেন এটা কোনো পরিকল্পিত ঘটনা হতে পারে। তবে এটি আরো গভীরভাবে খতিয়ে দেখা উচিৎ বলে মনে করছেন অনেকে। তবে বার বার এই ঘটনার কোনো যৌক্তিক কারনও বলতে পারছেন না কেউ।

About bisso Jit

Check Also

শাকিবের নারী কান্ডের দু:সময়ে তাকে নিয়ে অস্ট্রেলিয়ার আরেক গল্প শোনালেন বুবলী

বর্তমান সময়টা শাকিব খানের খুব বেশি ভালো যাচ্ছে না, একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *