Tuesday , March 21 2023
Breaking News
Home / Entertainment / নারীদের সাথে শাকিবের কুকর্মের অভিযোগে যে কথা বললেন বুবলি

নারীদের সাথে শাকিবের কুকর্মের অভিযোগে যে কথা বললেন বুবলি

বাংলাদেশের সিনেমা জগতের বর্তমান সুপার স্টার শাকিব খানের স্ত্রী শবনম বুবলী, শাকিব খানের সাথে আলাদা থাকলেও মাঝে মাঝে শাকিব খানের বিষয় ইতিবাচক কথা বলে থাকেন। সাম্প্রতিক সময় শাকিব খান নতুন একটি বিতর্কে জড়িয়েছে যেখানে তার বিরুদ্ধে নারী সংশ্লিষ্ট কিছু খারাপ কাজের অভিযোগ আনা হয়েছে। এবার এ বিষয় নিয়ে মুখ খুলেছেন স্ত্রী শবনম বুবলী।

শবনম বুবলীর উপলদ্ধি, কেউ যদি রাজা হন, তাহলে তার থেকে সবকিছু কেড়ে নিলেও তিনি রাজাই থাকেন। এর আগে শাকিব-বুবলীর সম্পর্ক নিয়ে আলোচনা কম হয়নি। বিদেশে থাকাকালীন বুবলীর সঙ্গে তার ঘনিষ্ঠতা, তারপর তাদের বিয়ে ও ছেলে-সব নিয়েই তুমুল সমালোচনা হয়েছে। শাকিবের বিরুদ্ধে ছেলের দায়িত্ব না নেওয়ার অভিযোগও করেন বুবলী।

এরপর কেটে গেছে দীর্ঘ সময়। শাকিব ও তার ছোট ছেলের বিভিন্ন মুহূর্তের ছবিও সামনে এসেছে।
বৃহস্পতিবার থেকে ফের শুরু হল নতুন বিতর্ক। অভিনেতার বিরুদ্ধে ‘নারীদের সাথে কুকর্মের’ অভিযোগ তুলেছেন সিনেমার একজন প্রযোজক। তা নিয়ে বিস্তর বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের মধ্যেই শাকিবের নতুন ছবি পোস্ট করেছেন বুবলী। ছোট ছেলে শেহজাদ খান বীরকে কোলে নিয়ে বসে আছেন শাকিব। বাবার কোলে বসে সে মনের আনন্দে সে ল্যাপটপ দেখে যাচ্ছে। সেই ছবি পোস্ট করে বুবলী লিখেছেন, একজন রাজা সবসময়ই রাজা, যেমন একজন তারকা সবসময়ই একজন তারকা।

তবে কি এই পরিস্থিতিতে শাকিবকেই সমর্থন করছেন বুবলী? এই মন্তব্য পড়ে কয়েকজনের বক্তব্য। নায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তার প্রযোজক। অভিযোগে প্রযোজক বলেন, ২০১৭ সালে এই ছবির শুটিং চলাকালে শাকিব দুর্ব্যবহার করেছিলেন। মিথ্যা প্রতিশ্রুতি, নারীদের সাথে কুকর্ম ও পেশাগত অবহেলার কারণে ছবিটি ক্ষতিগ্রস্ত হয়। ছবির শুটিং সম্পন্ন করতে অথবা লগ্নিকৃত অর্থ ফিরিয়ে দিতে রাজি না হওয়ায় নিরুপায় হয়ে অভিযোগ জানাচ্ছি।

তবে খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রযোজকের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন অভিনেতা শাকিব। কথা হয় প্রযোজক রহমত উল্লাহর সঙ্গেও। মীমাংসা কমিটি প্রস্তুত করা হয়েছে। শাকিব ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছেন বলে জানান নির্মাতা।

তবে শাকিবকে নিয়ে মাঝে মাঝে কিছু ভিন্ন ধরনের সংবাদ প্রকাশ পায়, এই বিষয় নিয়ে নায়ক শাকিব খান তেমন কোনো প্রতিক্রিয়া জানান না। এদিকে শাকিব খানের বিষয়ে সিএনমার প্রোযোজক যে অভিযোগ দায়ের করেছেন সে বিষয়ে ভাবিয়ে তুলেছেন অনেককে। এদিকে শাকিব খানকে অনেকে এর আগেও সমর্থন করে মন্তব্য করেছিলেন।

About bisso Jit

Check Also

রেগে গেলেন অভিনেত্রী সাবিলা নূর, মূখ্য জবাব সোশ্যাল মিডিয়ায়

দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করছে সাবিলা নূর। অভিনয় জগতে পা রাখার পর তার পড়ালেখায় অনেক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *