দুবাই স্বর্ণ জুয়েলারির দোকান উদ্বোধন করেছেন আরাব খান। তবে বিতর্কটা তখন থেকে শুরু হয়নি। বাংলাদেশ থেকে বেশ কয়েকজন তারকা তার সেই জুয়েলের দোকান উদ্বোধনের উদ্দেশ্যে দুবাইয়ে যান এরপর থেকে শুরু হয় নানা ধরনের বিতর্ক। এরই মধ্যে তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ সংবাদমাধ্যমের দ্বারা সামনে এনেছেন বাংলাদেশ গোয়েন্দা বিভাগ।
এবার এ বিষয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল বলেন, দেশে দিন দিন ভিক্ষুকের সংখ্যা বাড়ছে, ঢাকায় পুলিশ হত্যার অভিযোগে অভিযুক্ত দুবাইয়ের বড় সোনা ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খান। সে দিনমজুরের ছেলে হয়ে সোনা দিয়ে লোগো বানায়।তাও মাত্র ৪-৫ বছরে।কত টাকা লুটপাট করেছে। এটা কি তার টাকা?
শনিবার (১৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (সিপিডিএস) নামের একটি সংগঠন আয়োজিত ‘সংবিধানে জনগণের আস্থা পুনরুদ্ধার’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা একজন সাবেক সিনিয়র পুলিশ অফিসারের নাম শুনেছি। আমরা তার নাম নিতে পারি না। আমরা সবাই জানি সেই পুলিশের নাম কিন্তু আমরা নিতে পারি না- এই বাক স্বাধীনতা কি আমাদের সংবিধানে উল্লেখ আছে?
সিপিডিএস সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে এবং সঞ্চালনা করেন সংগঠনের নির্বাহী সভাপতি জাহাঙ্গীর চৌধুরী। এ সময় আরও বক্তব্য দেন সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী, আইনজীবী ইকতেদার আহমেদ ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল লতিফ।
গত ১৮ ই মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী তার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আরাক খানকে যেভাবেই হোক দেশে ফিরিয়ে আনা হবে। যেহেতু আরভ ভারতীয় পাসপোর্টধারি তাই তাকে আইনি প্রকিৃয়ায় বাংলাদেশে নিয়ে আসায় একটু বিলম্ভ হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।