ঢাকাই সিনেমার বেশ আলোচিত একজন অভিনেত্রী মাহিয়া মাহি। অভিনয় জগতের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছেন বহুবার। আর এরই ধারাবাহিকতায় সম্প্রতি আবারো এলেন আলোচনার শীর্ষে। জানা যায়, ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় গতকাল শনিবার বিমানবন্দন থেকে গ্রেপ্তার হন তিনি। তবে ৬ ঘন্টা কারাভোগের পর মুক্ত পেয়েছেন তিনি।
শনিবার (১৮ মার্চ) রাতে প্রেগনেন্সি ও সেলিব্রেটি বিবেচনায় গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান এ অভিনেত্রী।
এর আগে ৯ মাসের অন্তঃসত্ত্বা মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ডিজিটাল নিরাপত্তা আইনে মাহিকে গ্রেপ্তার করায় ক্ষুব্ধ বিনোদন জগতের অনেকেই। মাহিকে এভাবে গ্রেফতারের তীব্র নিন্দা জানান তারা।
জেল থেকে বের হয়ে পাশে থাকার জন্য পরীমনি, জয়া আহসানসহ কয়েকজনকে ধন্যবাদ জানিয়েছেন মাহিয়া মাহি।
ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহি বলেন, ‘ওরে আমার পরি, ওরে আমার জয়া আপা, আমার শাওন আপা, তমা, রিপা, মিতু, নীড় আর আমার সব সাংবাদিক ভাইরা…. আমার কলিজা তোমরা, আমার শক্তি তোমরা।’
এদিকে ৬ ঘন্টা কারাভোগের পর জামিনে জেল থেকে বেরিয়ে মাহি দাবি করেন, তিনি একজনের বিরুদ্ধে বলেছেন, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তিনি কিছুই বলেননি। তবে এ ঘটনায় সারাদেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক শোরগোল।