Wednesday , March 22 2023
Breaking News
Home / Entertainment / ফের হাঁটুর বয়সী এক ছেলের সঙ্গে ফুলশয্যার ট্রেনিং করছে শ্রাবনী (ভিডিওসহ)

ফের হাঁটুর বয়সী এক ছেলের সঙ্গে ফুলশয্যার ট্রেনিং করছে শ্রাবনী (ভিডিওসহ)

একাধিক বিয়ে করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুবার সমালোচনার মুখে পড়েছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। এছাড়া তার একের পর এক নানাবিধি কর্মকাণ্ড নিয়েও সমালোচনার ঝড় বইতে থাকে। তার প্রতিটি পোস্টের মধ্যেই নানা ধরনের কটুক্তি কর মন্তব্য করতেও দেখা যায় নেটিজেনদের।

প্রতিবারের মতোই টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির কোনও ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হবে এবং এটি নিয়ে কোনও ট্রোল হবে না তা আজকাল কল্পনা করা যায় না। বরাবরের মতো এবারও নেটপাড়ার ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী। ‘হাটু বয়সের’ ছেলেকে নিয়ে ‘ফুলশয্যার ট্রেনিং নানা কড়া মন্তব্য শুনতে হয়েছে তাঁকে।

শুক্রবার (১৭ মার্চ) ইনস্টাগ্রামে বিয়ের পোশাকে হাজির হন শ্রাবন্তী। পরনে কমলা-গোলাপী কাতানা বেনারসি। মাথায় ঘোমটা, শোলার মুকুট। সম্পূর্ণ সোনার গয়না। কল টানা পোশাক. আলতা হাতে শিল্পী রুদ্র সাহা সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর একটি দাম্পত্যের ভিডিও শেয়ার করেছেন। শ্রাবন্তীর সঙ্গে পুরুষ মডেল রবি শাউ পরেছেন লাল রঙের পাঞ্জাবি।

এই ভিডিওটির কমেন্ট সেকশন দেখলে যে কেউ অবাক হবেন! একজন লিখেছেন, ‘এটা কি ৫ম বিশ্বযুদ্ধ?’ আরেকজন মন্তব্য করেছেন, ‘মনে হচ্ছে আবার বিয়ে করতে যাচ্ছ।’ তৃতীয় একজন লিখেছেন, ‘মাঝে মাঝে আমার মনে হয় বহুবিবাহের জন্ম এই অভিনেত্রীর।’

শ্রাবন্তীর সঙ্গে পুরুষ মডেলের বয়স নিয়েও ব্যঙ্গ করা হয়। একজন নেটিজেন মন্তব্য করেছেন, সন্তানসম ছেলের সঙ্গে এসব যে কী করে… ভয় হয় কোনদিন না ফুলশয্যার ফটোশুট করে ফেলে।

উল্লেখ্য, শ্রাবন্তীকে শেষ দেখা গিয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরী অন্তরাধান’-এ। প্রথমবার জুটি বেঁধেছেন প্রসেজিত-শ্রাবন্তী। এই জুটিকে আবার একসঙ্গে দেখা যাবে ‘অভিযাত্রিক’ খ্যাত শুভ্রজিৎ মিত্রের পরবর্তী ছবি ‘দেবী চৌধুরানী’-তে। যেখানে নাম ভূমিকায় অভিনয় করবেন শ্রাবন্তী এবং ভবানী পাঠক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

শ্রাবন্তী চ্যাটার্জী তার অভিনয়ের মাধ্যমে দর্শকের মাঝে বিপুল পরিমাণের জনপ্রিয়তা পেলেও বাস্তব জীবনে তাকে নিয়ে প্রতিটি মুহূর্তেই চলে নানা ধরনের সমালোচিত মন্তব্য। একাধিক বিয়ে করার কারণেই তিনি হরহামেসা ট্রলের মুখে পড়েন।

 

View this post on Instagram

 

A post shared by Rudra Saha (@rudra_saha_official)

About Babu

Check Also

জানা গেল, আরাভের জয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে কত সম্মানী পেয়েছিলেন হিরো আলম

হিরো আলম বাংলাদেশের বিনোদন জগতে ভিন্ন একটি নাম। তিনি বিনোদন জগত পেরিয়ে রাজনীতিটে নাম লিখিয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *