গতকাল মাহিয়া মাহি গ্রেফতার হওয়ার বিষয়টি নিয়ে মিডিয়ায় লেখালেখি শুরু হয়। তবে তিনি মামলার আসা”মি এবং তিনি অপরাধ করেছেন এমন বিষয়টি তেমন কেউ সামনে না আনলেও, এই বিষয়টি নিয়ে কথা বলেছেন সমালোচক ও লেখক সুলতান মির্জা। এই বিষয়টি নিয়ে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টটি হুবুহু পাঠকদের জন্য তুলে ধরা হলো-
মাহিয়া মাহির ঘটনায় আবেগি হওয়ার কিছুই নাই। মাহিয়া মাহি যা ডিজার্ভ করেছে, তাই হয়েছে। কোন অপরাধী ৯-১০ মাসের প্রেগনেন্ট হইয়া গেলেই তার অপরাধ কমে যায় না। পাশাপাশি মনে রাখতে হবে, মাহিয়া মাহির বিরুদ্ধে যে মামলাই হয়েছে, সেটা মোটেও কোন সংষ্কৃতি রক্ষা বা চর্চার কারণে নয়। ব্যক্তিগত বিষয় সম্পত্তি রক্ষা ও অর্জনের জন্য চালানো মার্কেটিং এর কল্যাণে মামলা হইছে। কাজেই ইহা মাহিয়া মাহির ব্যক্তিগত অপ”রাধের বিষয়, যার সাথে মোটেও কোন প্রতিষ্ঠান সংগঠনের সম্পর্ক নাই, থাকা উচিত নয়।
উল্লেখ্য, মাহিয়া মাহি গ্রেফতার হওয়ার ৬ ঘন্টা পর তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। এই সময়ের মধ্যে তাকে রাখা হয় পুলিশ হে”ফাজতে, এরপর পাঠানো হয় আদালতে এবং পাঠানো হয়েছিল কারাগারে। তিনি সন্তান সম্ভবা এবং তিনি ওমারাহ থেকে ফিরলে তাকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়।