Tuesday , March 21 2023
Breaking News
Home / National / শাকিবের নারী কান্ডের দু:সময়ে তাকে নিয়ে অস্ট্রেলিয়ার আরেক গল্প শোনালেন বুবলী

শাকিবের নারী কান্ডের দু:সময়ে তাকে নিয়ে অস্ট্রেলিয়ার আরেক গল্প শোনালেন বুবলী

বর্তমান সময়টা শাকিব খানের খুব বেশি ভালো যাচ্ছে না, একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন ঢাকাইয়া সিনেমা জগতের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। বুবলির সাথে সম্পর্কের টানাপোড়েন থাকলেও শাকিব খানের কল্যানই চাইতে দেখা যাচ্ছে তাকে। অনেকটা ছায়া অবস্থায় থেকে তিনি শাকিব খানের পাশে থাকার চেষ্টা করছেন। তাই তো শাকিব খানের দু:সময়ে তিনি বিদেশে শাকিব খানের প্রশংসা পাওয়া নিয়ে গল্প শোনালেন।

যে সময় রহমত উল্লাহ নামের এক প্রযোজক যখন শাকিব খানের বিরুদ্ধে নারীদের সাথে কুকর্মের অভিযোগ করেন, ঠিক সেই সময়ে শাকিবের অস্ট্রেলিয়ার আরেকটি গল্প বললেন অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি। শাকিব খান এখন নিজেকে নিরাপরাধী এবং নির্দোষ প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েছেন।

বুবলী তার এই অস্ট্রেলিয়ার যে গল্প শোনালেন তাঁর একটাই অর্থ হয়, শাকিব খানের অস্ট্রেলিয়ায় ক্লিন ইমেজ। কারণ বুবলির পোস্টে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার রাজ্য নিউ সাউথ ওয়েলস কীভাবে শাকিবকে আতিথেয়তা দিয়েছিল।

রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন, বুবলি বলেছিলেন, ২০১৮ সালে, হার্টবিট কথাচিত্র প্রযোজিত “সুপারহিরো” সিনেমার শুটিংয়ের সময়, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (NSW) রাজ্য সরকারের তৎকালীন সংস্কৃতিমন্ত্রী রে উইলিয়ামস, রাজ্য সংসদ ভবনের নিজ কার্যালয়ে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানসহ আমাদের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন।

বুবলী জানান, তৎকালীন সড়ক ও নৌপথমন্ত্রী মেলিন্ডা পেভি, স্থানীয় সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান, ক্যান্টারবেরি ব্যাংকস্টাউন সিটি কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা, পরামর্শক রেমন্ড সোলায়মান, পরিচালক আশিকুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সংস্কৃতিমন্ত্রীর আতিথেয়তায় আমরা বেশ মুগ্ধ হয়েছিলাম।

শাকিবের সঙ্গে এই ছবির জন্য অস্ট্রেলিয়া থেকে সহযোগিতা পেয়েছেন জানিয়ে তিনি বলেন, তারা অস্ট্রেলিয়ায় ছবিটির শুটিংয়ের অনুমতি দিয়েছিলেন এবং বিভিন্নভাবে সহযোগিতাও করেছেন। এর জন্য আমরাও কৃতজ্ঞ। “সুপার হিরো” ছবির মাধ্যমে অস্ট্রেলিয়ার বিভিন্ন আকর্ষণ আমাদের দর্শকদের কাছে তুলে ধরার জন্য দুই মন্ত্রী আমাদের ধন্যবাদ জানান।

দুই দেশের সাংস্কৃতিক আদান-প্রদানে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন বলে জানান এই অভিনেত্রী।

প্রসংগত, বুবলি ও অপু বিশ্বাস দুজনেই শাকিব খানকে পরস্পর কাছে টানতে চাইছেন। কখনও কখনও বুবলি ও অপু বিশ্বাস শাকিব খানকে নিয়ে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়ালে পোস্ট করতে দেখা যাচ্ছে, যেটা কোনো না কোনো কিছুর ইঙ্গিত বহন করছে। তবে বুবলি ও অপু বিশ্বাসের মাঝে ঠান্ডা দ্বন্ধ বিরাজ করতে দেখা যাচ্ছে।

About bisso Jit

Check Also

মতিঝিলের পর এবার নারায়নগঞ্জে বিস্ফোরনের ঘটনা, যা বলছে পুলিশ

দেশে বর্তমান সময় পর্যন্ত বেশ কয়েকটি বি”/ষ্ফোরনের ঘটনায় এ পর্যন্ত বহু সংখ্যক মানুষ প্রয়াত হয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *