বাংলাদেশের এক শ্রেনির মানুষকে বলতে শোনা যায় পাকিস্তান প্রীতির কথা, সেই সাথে পাকিস্তানের গুনগানও করে থাকেন। তারা এখনও স্বপ্ন দেখে থাকেন বাংলাদেশ ফের এক সময় পাকিস্তান হবে। এবার এই বিষয়টি নিয়ে কড়া প্রতিবাদ করলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
তিনি বলেছেন, বাংলাদেশে থেকে কেউ পাকিস্তানের গুণগান করলে দেশের বীর মুক্তিযোদ্ধারা তা মেনে নেবেন না। একজন মুক্তিযোদ্ধাকে জীবিত থাকতে বাংলাদেশকে পাকিস্তান বানাতে দেওয়া হবে না। এর আগেও আ.লীগের বেশ কয়েকজন নেতা এমন ধরনের মন্তব্য করেন।
শনিবার (১৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনার চত্বরে দলের জেলা শাখা আয়োজিত প্রতিকৃতি উন্মোচন ও কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, জনগণের পাশে দাঁড়াতে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্যই আমি দল গঠন করেছি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের পাশে থাকতে চাই।
এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীকসহ স্থানীয় নেতৃবৃন্দের সাথে কর্মী সভায় বক্তব্য রাখেন।
প্রসংগত, বাংলাদেশের মানুষ হয়ে যারা পাকিস্তানের জয়গান করে থাকেন তাদের তিনি ধিক্কারও জানান। বঙ্গবীর কাদের সিদ্দিকী কিছু দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার পর তাকে নিয়ে শুরু হয় আলোচনা। অনেকে ধরে নিয়েছিলেন যে, তিনি আ.লীগে যোগ দিতে পারেন। কিন্তু তিনি সেই ধারনা নিয়ে সাফ জবাব দেন।