ঢাকাই চলচ্চিত্র জগতের নবাগতা নায়িকা ও মডেল হুমায়রা সুবাহ। তিনি তার ক্যারিয়ারে যতটা না আলোচিত তার চেয়ে ব্যক্তিগত জীবনের বিভিণ্ন বিষয় নিয়ে আলোচনায় থাকেন। তার প্রেম এবং বিয়ের বিষয় নিয়ে কয়েক মাস আগে আলোচনার শীর্ষে ছিলেন। তবে হঠাৎ করে তিনি তার ভক্তদের একটি তথ্য দিলেন যে, জীবনে আর বিয়ে না করলেও কোনো আক্ষেপ নেই নায়িকার। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, তার একটি ছোট বোন আছে যে তার মেয়ের স্থান দখল করে আছে।
সোশ্যাল মিডিয়ায় তার ছোট বোনের সঙ্গে একটি ছবি পোস্ট করে সুবাহ তাকে ‘মেয়ে’ বলে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, “আমি আপনাদের সাথে আমার জীবনের একটি মজার বিষয় শেয়ার করবো। আমার একটি মেয়ে আছে। আপনারা কি অবাক হচ্ছেন না? হওয়ারই কথা। জন্ম না দিয়ে কীভাবে মা হওয়া যায়? কারণ আমি আমার ছোট বোনকে মেয়ের মতো মানুষ করেছি। ছোটবেলা থেকেই। অবশ্যই জন্ম না দিয়েও মা হওয়া যায়। শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না।’
তিনি আরও লিখেছেন, ‘আমি অনেক নারীকে দেখেছি যারা নিজেরাই সন্তান জন্ম দেয়, সন্তানকে রাস্তায় ফেলে দেয় এবং নিজের স্বার্থে অন্য জায়গায় বিয়ে করে। সন্তানের খবরও নেয় না। তবে ছোটবেলা থেকেই আমার ছোট বোনকে আমার মেয়ে হিসেবে দেখেছি। আমার ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়রা এটা জানেন। আমি তাকে কতটা আদর করি। আমাকে অনেকেই বলেছে, মানুষ নিজের বাচ্চাকে এত আদর করে না। তুমি তোমার বোনকে এত ভালোবাসো কেন?’
অভিনেত্রীর মন্তব্য, ‘আমার মা যখন গ্র্যাজুয়েশন নিচ্ছিলেন তখন তার জন্ম হয়েছিল। সে আমাদের ছোট বোন। আমি ছোটবেলা থেকেই বরাবর পুতুল পছন্দ করি। আর সে বেশ সুন্দর হয়েছিল। আমিও তখন বেশ ছোট ছিলাম, তাই কোনরকম কোলে নিতে পারতাম। পড়ালেখার পাশাপাশি তার সাথে খেলাধুলা করতাম, তাকে ঘুম পাড়িয়ে দিতাম। সে প্রায় ১০ বছর ধরে আমার কাছে মানুষ। আমি যখনই দোকানে যাই, আমি নিজের জন্য কেনার আগে তার জন্য কিনি। ওকে ছাড়া আমি দুদিনও থাকতে পারবো না।’
সুবাহ আরও বলেন, ‘আমাদের দুই বোনের সম্পর্ক মা-মেয়ের মতো। আর মাঝে মাঝে গার্লফ্রেন্ডের মতো। শুধু জন্ম দিলেই যদি মা হওয়া যেত, তাহলে রাস্তায় এবং ডাস্টবিনের আবর্জনায় এত এত বাচ্চা পরে থাকত না। মা হতে হলে মমতাময়ী হতে হবে, ত্যাগের মানসিকতা থাকতে হবে। আমি তাকে অনেক ভালোবাসি, আমার মনে হয় আমার নিজের সন্তান থাকলেও তাকে কখনোই এতটা ভালোবাসবো না।’
তিনি বলেন, ‘জীবনে আর বিয়ে না করলে আমার কোনো আফসোস নেই। কারণ আমার মেয়ের মতো বোন আছে। সবাই তার জন্য দোয়া করবেন।
সুবাহ বিয়ে করেন একজন শিল্পীকে, কিন্তু এই বিয়েও বেশি দিন টেকেনি। এদিকে কয়েকদিন আগে তিনি অভিনয় নৈপুন্যতার স্বীকৃতি হিসেবে পুরষ্কার লাভ করেন। এরপর তিনি আলোচনায় ছিলেন এবং গনমাধ্যমের শিরোনাম হয়েছিলেন। তিনি নতুন একটি ছবিতে কাজ শুরু করেছেন এবং আশাবাদী এই ছবিটিও দর্শকদের মন জয় করে নিবে।