দুবায়ের জুলেলারি ব্যবসায়ি অরাভ খানের দোকান উদ্ভদন অনুষ্ঠান থেকে ফিরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় ইউটিউবার হিরো আলোম। সেখানে তাকে সাংবাদিকেরা নানা ধরানের প্রশ্ন ছুড়ে দেয়। একে একে সকল প্রশ্নের জবান দেন হিরো আলোম।
তিনি বলেন, আদালতের রায় না পেয়ে আরাভ খানকে ‘দোষী’ হিসেবে দেখতে চান না হিরো আলম আর অরাভ মামলার ষষ্ঠ আসামি হওয়ার পরও কেন প্রথম পাঁচজনের কথা কেউ বলছেন না, সেই প্রশ্নের উত্তর পাচ্ছেন না এই ইউটিউবার।
হিরো আলম বলেন, দুবাই থেকে ফেরার পর রোববার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পর তিনি বলেন আমাকে ও সাকিব আল হাসানকে মেডেল দেওয়া উচিত। পুরস্কৃত করা উচিত। কারণ, আমরা অনুষ্ঠানে গেছি যার জন্য আসামিকে পাওয়া গেছে। আমাদের জন্যই তারা অভিযুক্তকে খুঁজে পেয়েছে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই ইউটিউবার বলেন, ‘আদালত রায় না দেওয়া পর্যন্ত আমরা তাকে খুনি (অপরাধী) বলতে পারি না।
“আমি শুনেছি সে ছয় নম্বর আসামি। তার আগে কেন কেউ পাঁচজনের নাম বলেন না? তাদের কোন খবর নেই কেন? ছয় নম্বর আসামিকে নিয়ে সবাই এত চিন্তিত কেন? প্রথম পাঁচজন আসামী কি মামলা থেকে তাদের নাম মুছে দেওয়ার জন্য টাকা দিচ্ছে?
আর হিরো আলম দাবি করেন, তিনি জানতেন না যে অরাভ খান হ”ত্যা মামলার আসামি।
তিনি বলেন, “পুলিশ সতর্ক করলে আমি যেতাম না। আমাদের মেসেজ করতে পারতেন, বিমানবন্দরে থামিয়ে দিতে পারতেন। পুলিশ নিজেও জানত না যে সে খুনের মামলার আসামি। আমরা চলে যাওয়ার পর জানতে পেরেছি। কোনোটিই শিল্পীরা জানতেন।
না জেনে ওই অনুষ্ঠানে যাওয়াটা অপরাধ মনে করছে না সাকিব-হিরো আলম। আরভ যদি সত্যিই অপরাধি হয় তাহলে সে অবস্যই সাজা পাবে। তবে যতদিন তার অপরাধ প্রমানিত না হচ্ছে তাকে কোনভাবে হত্যা মামলার আসামি বলে চিহ্নিত করতে চায় না এই তারকা।