ভারতীয় বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী পায়েল ঘোষ। নিপুন অভিনয় দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে সম্প্রতি গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।
ভারতীয় নির্মাতার অনুরাগ কাশ্যপের বিরু’দ্ধে ”যৌ”’ন” হে”ন’স্থা’র অভিযোগ এনেছিলেন তিনি। এবার আর অভিযোগ নয় এই নায়িকার জোর দাবি করে বসলেন , ‘এই নির্মাতা তাকে ”ধ”’র্ষ”’ণ” করেছেন।’
শনিবার (১৮ মার্চ) পায়েল তার ইনস্টাগ্রামে দাবি করেছেন। তার এমন দাবিতে সকলেই নড়চ়়ড়ে বসেন। এ প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, দক্ষিণের দুই জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালকের সঙ্গে কাজ করেছি, কিন্তু কেউ তাকে স্পর্শ করার চেষ্টাও করেনি। অন্যদিকে অনুরাগ কাশ্যপ আমাকে কাজ না করে জোরপূর্বক বিছানায় নিয়ে সর্বনাশ করে। কিন্তু তৃতীয় দেখাতেই সে আমার্ সাথে এটা করে। তাহলে বলুন আমি কেন দাক্ষিণাত্যের প্রশংসা করব না…’
বছর দুয়েক আগে একটি টুইটে পায়েল রিচা চাড্ডা, মাহি গিল, হুমা কুরেশির মতো অভিনেত্রীদের স্নেহের শিকার বলে উল্লেখ করেছিলেন। যদিও এই ঘটনায় অনুরাগের পাশে দাঁড়িয়েছেন ওই তিন অভিনেত্রী। তিনজনই একই সুরে বলেন, অনুরাগের কাছ থেকে তারা কোনো খারাপ আচরণ পাননি।
এই ঘটনার বছর দুয়েক কেটে যাওয়ার পর ফের সরব পায়েল। যাইহোক, কয়েকদিন আগে, পায়েল ইনস্টাগ্রামে একটি ছোট, অসমাপ্ত সুইসাইড নোটের একটি ছবি পোস্ট করেছিলেন। সেই সঙ্গে প্রশ্ন, আকস্মিক মৃত্যুর দায় কার হবে?
অনেকের দাবি, বর্তমানে ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। সে কারণেই হয়তো এমন বিচ্ছিন্ন পোস্ট দিচ্ছেন।
এরপরই অনুরাগ কশ্যপকে সমন পাঠায় মুম্বাই পুলিশ। পরবর্তীতে নানা প্রশ্নের মুখ মুখোমুখি করা হয় তাকে পরিচালককে। এ ঘটনার সুষ্ঠু বিচারের আশায় এবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও চিঠি দিয়েছেন বাঙালি এই অভিনেত্রী। আর এ নিয়ে রীতিমতো গোটা বিনোদন পাড়ায় শুরু হয়েছে ব্যাপক শোরগোল।