বিভিন্ন দাবিকে কেন্দ্র করে শাহবাগ (Shahbagh) ও যমুনা অভিমুখে (Jamuna-bound) যে আন্দোলন জোরালো হচ্ছে, তার দায় সরাসরি সরকারের বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল (Masud Kamal)। বুধবার (১৪ মে) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
“বড় গাড়ি চালাতে গেলে দায়িত্ব নিতে হয়”—সরকারকে তুলোধোনা
আন্দোলনের জন্য কে দায়ী—এ প্রশ্নের উত্তরে মাসুদ কামাল বলেন, “এ দায় সরকারের। সরকার পারে নাই। এখন তারা কি করলে পারতো বা না পারতো, সেটা তাদেরই নির্ধারণ করতে হবে।”
তিনি বলেন, “যখন আপনি একটি বড় গাড়ি চালাতে যাবেন, তখন জানতেই হবে আপনি কোন পথে যাবেন, কীভাবে চালাবেন এবং আপনি সেই দায়িত্ব নিতে প্রস্তুত কিনা। যদি কেউ বলে—আমি আগে ছোট গাড়ি চালাতাম, এখন ডাবলডেকার চালাতে পারবো না—তাহলে প্রশ্ন আসে, আপনি বসেছেন কেন? বসলে তো দায়িত্ব নিতেই হবে। কেউ তো আপনাকে জোর করে বসায়নি।”
মাসুদ কামাল বলেন, “এখন সেই চালক (সরকার) বাসসহ এক্সিডেন্ট করে পুরো যাত্রীসহ বিপদে ফেলেছে। আগে কি হুঁশ ছিল না? নিজের সীমাবদ্ধতা বোঝার প্রয়োজন ছিল।”
“আন্দোলনের ধরন পরিবর্তন, কিন্তু দমন নীতিতে বৈষম্য”
তিনি বলেন, “এখন যেসব আন্দোলন হচ্ছে তা আগের আন্দোলনেরই ধারাবাহিকতা। আগের আন্দোলন যমুনা অভিমুখে ছিল, এটাও তাই। কিন্তু উভয় আন্দোলনের প্রতি সরকারের আচরণ এক ছিল না।”
তার ভাষায়, “আগের আন্দোলন আপ্যায়ন করা হয়েছে শীতল জলীয় বাষ্প দিয়ে, আর এখনকারটাকে আপ্যায়ন করা হয়েছে জলকামান দিয়ে।”
তিনি প্রশ্ন রাখেন, “এরা কি দেশের মানুষ নয়? এদের দাবি থাকতে পারে না? কেন এসব দাবি শোনা হয় না, কেন তাদের সঙ্গে বসে আলোচনা করা হয় না?”