সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী ও তার বাসা ও বাসা সংলগ্ন অস্থায়ী কার্যালয় পাহারায় থাকা আনসার সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) রাত ১০টার দিকে জেলা আনসার কমান্ডারের নির্দেশে তাদের প্রত্যাহার করা হয়।
কোনো মৌখিক বা লিখিত নোটিশ ছাড়াই রাতে আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে দাবি করে মেয়র অভিযোগ করেন, আসন্ন সিটি নির্বাচন থেকে তাকে দূরে রাখতে প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে। এ অবস্থায় ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বলে জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
মেয়রের ব্যক্তিগত নিরাপত্তায় কোনো পুলিশ বরাদ্দ না থাকায় সিটি করপোরেশন কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী গত ৭ বছর ধরে ১০ জন আনসার সদস্য অনুমোদন নিয়ে মেয়রের নিরাপত্তায় দায়িত্ব পালন করছিলেন। এর জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট ফি প্রদান করা হতো।
খবর পেয়ে রাতেই মেয়রের বাসায় ছুটে আসেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। অপরদিকে, নিয়মানুযায়ী অননুমোদিত নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান জেলা আনসার কমান্ডার।